Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

বান্দরবান সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত

বান্দরবান থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০১৭, ১:০৫ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি-মিয়ানমার সীমান্তের মিয়ানমার অংশে ফের স্থলমাইন বিস্ফোরণে মোস্তাক আহম্মদ (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার জামছড়ির গর্জনতলী সীমান্তে এ ঘটনা ঘটে।

বান্দরবান সদর ইউনিয়নের চেয়ারম্যান তসলিম ইকবাল জানান, চার সদস্যের ওই পরিবারটি সীমান্তের কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করছিলেন। এসময় স্থলমাইনের বিস্ফোরণ ঘটে। এতে মোস্তাক আহম্মদ ঘটনাস্থলেই মারা যান। অন্য রোহিঙ্গা শরণার্থীরা লাশ উদ্ধার করে রাতেই গর্জনতলী সীমান্তে দাফন করেন।

নাইক্ষ্যংছড়ি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আনোয়ারুল আজিম গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ