Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

প্রবাসীরা দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার অন্যতম অংশীদার সিকৃবি রেজিষ্টার

| প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সিলেট অফিস : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, প্রবাসীরা আমাদের পরম বন্ধু। দেশের প্রত্যেক গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামেও প্রবাসীরা ছিলেন সোচ্চার ভূমিকায়। দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বাংলাদেশের অর্থনৈতিক সাফল্য ও ধারাবাহিক প্রবৃদ্ধি বৃদ্ধির মূলে তাদের অবদান অনস্বীকার্য। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় প্রবাসীদের ভূমিকাও গর্ব করার মতো। তবে শুধু অর্থনৈতিক উন্নয়নের লক্ষে নয়, দেশের ভাবমূর্তি পৃথিবীর বুকে উজ্জল করতে তারা কাজ করে যাচ্ছেন। যুক্তরাষ্ট্র প্রবাসী ও গোলাপগঞ্জ সমিতি, মিশিগান শাখার সাধারন সম্পাদক সালেহ আহমদ বাদলের সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল (সোমবার) গোলাপগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার-এর আয়োজনে গোলাপগঞ্জ পৌর অডিটরিয়ামে এ সভার আয়োজন করা হয়। আবু সুফিয়ান আজমের সভাপতিত্বে ও নাদিম মাহমুদ শিপলুর পরিচালনায় বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি সালেহ আহমদ বাদল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, উপজেলা যুবলীগের আহবায়ক ওয়েছুর রহমান ওয়েছ, এস কে আলাউদ্দিন, আব্দুস সালাম, ইমরান চৌধুরী রাজিব, রুমেল সিরাজ, হোসেন আহমদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ