Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীপুরে কারখানার শ্রমিক ধর্ষিত

| প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে বিয়ে বাড়ীতে এক কারখানার শ্রমিককে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। গত ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোর রাত ৪টার সময় উপজেলার তেলিহাটি ইউনিয়নের বেকাশাহরা গ্রামের বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। ধর্ষনের পাঁচদিন পেরিয়ে গেলেও প্রভাবশালীদের ভয়ে ধর্ষিতার পরিবার মামলা করতে পারেনি বলে অভিযোগ করেন। জানা গেছে, বেকাশাহরা গ্রামের শাহান ঢালীর কন্যা ভিয়েলা টেক্সটাইল কারখানার শ্রমিকের চাচা শামসুদ্দিনের বিয়ের দিন ভোর রাত ৪টার সময় নাচ-গান ও হৈ-চৈ চলাকালীন সময়ে একই এলাকার ইসলাম উদ্দিনের পুত্র কাপড় ব্যবসায়ী সোহাগ মিয়া (২৮) কারখানা শ্রমিকের বাড়ীর পিছনে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় তার দাদী বিয়ে বাড়ীর আয়োজনের মুরগীর বিষ্টা ফেলতে বাড়ীর পিছনে গিয়ে ঘটনা দেখে ফেললে সোহাগ মিয়া বৃদ্ধা দাদীর গলায় চেপে ধরে ঘটনা প্রকাশ করলে জীবনে মেরে ফেলার হুমকি দেয়। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে স্থানীয় কতিপয় প্রভাবশালীরা লম্পটের পক্ষ নিয়ে শ্রমিকের বিয়ের সময় ২০ হাজার টাকা দিয়ে দেওয়ার প্রস্তাব দেয়। এ ব্যাপারে শ্রীপুর থানার সাব-ইন্সপেক্টর সৈয়দ আজিজুল হক জানান, ঘটনা শুনার পর পুলিশ ভিকটিমকে উদ্ধার করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ