Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়কে সরকারীকরণে আনন্দ শোভাযাত্রা

| প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ফুলছড়ি (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা: গাইবান্ধার ফুলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়কে সরকারিকরণ করায় সর্বস্তরের জনগণের অংশগ্রহনে আনন্দ শোভাযাত্রা হয়েছে। ফুলছড়ি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমানের নেতৃত্বে গত রোববার আনন্দ শোভাযাত্রায় ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষানুরাগী, শিক্ষক, অভিভাবক, ছাত্রছাত্রী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহন করে। শোভাযাত্রাটি বিদ্যালয় প্রাঙ্গন থেকে শুরু হয়ে ফুলছড়ি থানা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ফুলছড়ি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন কুমার বর্মণের সভাপতিত্বে বিদ্যালয় চত্বরে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান, ফুলছড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল, গজারিয়া ইউপি চেয়ারম্যান শামসুল আলম সরকার, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নজরুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য ওহিদুল ইসলাম জয় প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ