Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোনো ষড়যন্ত্রই জিয়া পরিবারের অগ্রযাত্রা বন্ধ করতে পারবে না- হাসান উদ্দিন সরকার

| প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

টঙ্গী সংবাদদাতা : বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি হাসান উদ্দিন সরকার বলেছেন, কোন ষড়যন্ত্রই জিয়া পরিবারের অগ্রযাত্রাকে বন্ধ করতে পারবেনা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের রক্ষাকবচ। এদেশের মানুষকে ভালবাসেন বলেই দেশের প্রতিটি ক্রান্তিকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আন্দোলন সংগ্রামের মাধ্যমে জনগণের পাশে থেকেছেন। অতীতের ন্যায় আবারও বেগম জিয়ার নেতৃত্বে আমরা আন্দোলনের মাধ্যমে দেশের গণতন্ত্র পূনরুদ্ধার করবো, সেই সাথে দেশের জনগণ তাদের হারানো অধিকার ফিরে পাবে ইনশাহআল্লাহ
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ১০তম কারা মুক্তি দিবস উপলক্ষে গতকাল সোমবার সকালে টঙ্গী থানা বিএনপি দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। টঙ্গী থানা বিএনপিসাধারণ সম্পাদক মাহবুবুল আলম শুক্কুরের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক আব্দুর রহিম খান কালার সঞ্চালনায় অন্যান্যেও মধ্যে আরো বক্তব্য দেন, গাজীপুর জেলা যুবদলের সিনিযর সহসবাপতি প্রভাষক বশির উদ্দিন আহমেদ, টঙ্গী সরকারি কলেজের সাবেক ভিপি আসাদুজ্জামান নূর, ছাত্রদলের কেন্দ্রীয় নেতা এজিএস সাজেদুল ইসলাম, মহানগর জিসাস সভাপতি কসিম উদ্দিন, গাসিক কাউন্সিলর সেলিম হোসেন, টঙ্গী থানা জিয়া পরিষদের সভাপতি আজিজুল হক রাজু মাস্টার, টঙ্গী থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রিপন, টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি লিটন মৃধা, সাধারণ সম্পাদক শেখ সুমন, বিএনপি নেতা আতিকুল ইসলাম আতিক, টঙ্গী থানা মৎস্যজীবী দলের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আমির হোসেন, টঙ্গী থানা জাসাস সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার ইদ্রিস খান, ফারুক হোসেন খান, আক্তারুজ্জামান নূর, মহানগর জাসাস সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী, হাবীবুর রহমান আজাদ, যুবদল নেতা মোবারক হোসেন মিলন, ইউসুফ আলী সরকার, কিবরিয়া খান জনি, আব্দুল হালিম, মেহেদী হাসান দিপু, বাবু শিকদার, মহানগর প্রজন্ম একাত্তর সভাপতি রনি খান, জসিম উদ্দিন, টিপু সুলতান, রাজন, শুভ মিয়াজি, ইমরান, ডা. রবিন প্রমুখ।
সভাপতির বক্তব্যে মাহবুবুল আলম শুক্কুর বলেন, অনেকে আওয়ামীলীগের হালুয়া-রুটিতে শরিক হয়ে দলের পাদপিঠে ছুরিকাঘাত করছেন। এসব মোনাফিকরাই এখন পদ-পদবির জন্য নানা ষড়যন্ত্র চালিয়ে দলে ভাঙ্গন সৃষ্টি করার পাঁয়তারা করছেন।
য়ুবদল নেতা বসির উদ্দিন আহমেদ বলেন, কারাবরণ করে দেশ নেত্রী দেশ প্রেমের অনন্য নজির স্থাপান করেনরেছন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ