Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনায় আহত এক যুবকের মৃত্যু

পাবনা জেলা ও ঈশ্বরদী উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০১৭, ৫:৪৪ পিএম

পাবনা সদর উপজেলার মাধপুর তেবাড়িয়া ব্রিজের নিচ থেকে আহতাবস্থায় উদ্ধার করা যুবক রানা মৃধা (২৫) রামেক হাসপাতালে মারা গেছেন। সোমবার ভোরে তার মৃত্যু হয়। রানা মৃধা ঈশ্বরদী উপজেলার বাঁশেরবাদা গ্রামের হাসেম আলী মৃধার পুত্র ।

নিহতের চাচা মানিক মৃধা জানান, রবিবার দুপুরে রানা মৃধার মামা শ্বশুর সদর উপজেলার চরঘোষপুর গ্রামের আলাই শেখ মোবাইল ফোনে রানাকে তার বাড়িতে বেড়ানোর কথা বলে ডেকে নেন। পরে বিকেলে ফোনে রানার সাথে স্বজনরা যোগাযোগ করলে জানান, ‘ব্যস্ত আছি, পরে কথা বলছি।’ সন্ধ্যা ৭টার দিকে মাধপুর তেবাড়িয়া ব্রিজের নিচে গুরুতর আহত অবস্থায় রানা মৃধাকে দেখতে পেয়ে স্বজনদের খবর দেয় স্থানীয়রা। স্বজনরা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হওয়ায় সোমবার ভোরে রানাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাবনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম জানান, নিহতের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ