বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : রাজধানীর হাজারীবাগ এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ছিনতাইকারীচক্রের ‘বন্দুকযুদ্ধে’ দুইজন ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছেন। গত রাতে সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।এ ঘটনায় ২ গুলিবিদ্ধসহ আরও তিনজনকে আটক করেছে র্যাব-২। গুলিবিদ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে র্যাব-২-এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল ইফতেখারুল মাবুদ বলেন, হাজারীবাগে বেড়িবাঁধের রাস্তার উপর সংঘবদ্ধ ছিনতাইকারী দল অবস্থান করছে জানতে পেরে র্যাব-২ এর একটি টিম সেখানে যায়। র্যাব সদস্যরা সেখানে উপস্থিত হয়ে তাদের চ্যালেঞ্জ করলে ছিনতাইকারীরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে। র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়ে। এতে ২ ছিনতাইকারী গুলিবিদ্ধ হয় ও পালাতে গিয়ে আটক হয় ৩ জন। গুলিবিদ্ধ দুজনকে দ্রæত ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, অভিযানে ছিনতাইকারীদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন জব্দ করা হয়েছে। আটক ৫ ছিনতাইকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।