বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা ঃ কুমিল্লার চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রæতগামী যাত্রীবাহী বাস উল্টে ঘটনাস্থলে মহিউদ্দিন রানা নামের একজন নিহত ও অপর ১০ জন আহত হয়েছেন।
তিনি ঢাকার আদাবর এলাকার আমজাদ হোসেনের পুত্র। গতকাল রোববার ভোর পৌনে ছয়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরশ্বান্নী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের কয়েকজন হলেন; ঢাকার লালবাগ এলাকার মৃত বাচ্চু মিয়ার পুত্র পেয়ার মিয়া(৭০), নাতি কাউছার(৩০), পাবনার গোবিন্দপুর গ্রামের হোসেন আলীর পুত্র আলমগীর হোসেন(২৮), পুত্রবধু হালিমা বেগম(২২), ভোলা চরফ্যাশনের মজিবুর রহমানের পুত্র ফরিদ হোসেন(২৫), পটুয়াখালীর বাউফল উপজেলার আলী মিয়ার পুত্র শফিকুল ইসলাম(২৫)। খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত গাড়ি এবং আহতদের উদ্ধার করে।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম ফায়াস সার্ভিসের ইন্সপেক্টর ওমর ফারুক ভুঁইয়া জানান, ঢাকা থেকে চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের দ্রæতগামী একটি বাস(ঢাকামেট্রো-ব-১৪-৪৫১৮) নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের মিরশ্বান্নী বাজার এলাকায় ডিভাইডারের সাথে ধাক্কা লেগে উল্টে যায়।
এতে ঘটনাস্থলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মহিউদ্দিন রানা(৩৫) নিহত হয়েছেন। এসময় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।