বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মিয়ানমারে ৮০০ বছরেরও বেশী সময় ধরে বসবাসকারী আরাকানের রোহিঙ্গা মুসলমানদের উপর যে বর্বরোচিত হত্যাকান্ড চলছে তা হিটলারের হলোকাস্টকেও হার মানিয়েছে। মানুষ যে মানুষের উপরে এতো হিংস্র হতে পারে শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করাটা কঠিন। এহেন সংকটাপন্ন অবস্থায় সকল মুসলমানদের উচিৎ বার্মীজ পণ্য বর্জন করা। শুধু সহজ এই প্রতিবাদটার মাধ্যমেই বার্মায় মুসলিম বিরোধী হত্যাকান্ড থামিয়ে দেওয়া সম্ভব। গতকাল এক বিবৃতিতে হক্ক¦ানী ত্বরিকত ফেডারেশন এর চেয়ারম্যান ক্বাজী আহমদুর রহমান একথা বলেন।
তিনি আরো বলেন, একটি সমীক্ষায় দেখা গিয়েছে যে বাংলাদেশে টেকনাফ স্থলবন্দরের মাধম্যে বিগত ২১ বছরে মিয়ানমারের রক্তপিপাসু সরকার প্রায় তিন হাজার ছয়শত আঠার কোটি টাকার বাণিজ্য করেছে এবং প্রতি বছরই বার্মিজ পণ্যের বিপুল বিপণন ঘটে বাংলাদেশে যা থেকে অঢেল অর্থ উপার্জন করে মিয়ানমার। কাজেই বাংলাদেশ এবং সারা বিশ্বের মুসলমানরা যদি বার্মীজ পণ্য বর্জন করে তবে বার্মীজরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হবে এবং রোহিঙ্গাদের উপরে হত্যাযজ্ঞ চালাতে নিরুৎসাহিত হবে। ইতিমধ্যে মালদ্বীপ সরকার মিয়ানমারের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে ঐতিহাসিক দ্বায়িত্ব পালন করেছে।
তিনি আরো বলেন, একইভাবে যদি বিশ্বের সকল মুসলমান বার্মার সাথে সবধরণে অর্থনৈতিক সম্পর্ক পরিত্যাগ করে। তবে বর্মী ব্যবসায়ীরাই বর্মী জান্তা নিরুৎসাহিত করবে রোহিঙ্গাদের উপরে নিপীড়ন চালাতে। এভাবেই বিনা রক্তপাতে রোহিঙ্গা নির্যাতন অনেকটাই ঠেকানো সম্ভব। বাংলাদেশ সরকারকে মালদ্বীপের মতো দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।