Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম বন্দর ভবনে ভিজিটর কন্ট্রোল সিস্টেম চালু

| প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম বন্দর ভবনে আগত অতিথিদের সেবার মান বৃদ্ধি এবং অপ্রয়োজনীয় লোকদের প্রবেশ নিয়ন্ত্রণে গতকাল (রোববার) চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল ভিজিটর এক্সেস কন্ট্রোল সিস্টেম উদ্বোধন করেন। অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল) কমডোর জুলফিকার আজিজ, সদস্য মোঃ জাফর আলমসহ বন্দরের সকল বিভাগীয় প্রধান, উপ-বিভাগীয় প্রধান, বন্দর ব্যবহারকারীগণ, সিবিএ’র নেতৃবৃন্দ, চবকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বন্দর সূত্র জানায়, বর্তমান সরকারের নির্দেশনায় জনগণের তথা ব্যবহারকারীগণের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে ই-সার্ভিস ব্যবস্থা চালু করা হয়েছে। এর ধারাবাহিকতায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নানাবিধ উদ্যোগের মধ্যে ভিজিটর এক্সেস কন্ট্রোল সিস্টেম অন্যতম। এর মাধ্যমে বন্দর ভবনে প্রবেশকারী সকলের বিস্তারিত তথ্য পাওয়া যাবে এবং অতিথিগণের উন্নত সেবা প্রদান করা সম্ভব হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ