বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শাস্তিমূলক বদলি দক্ষিণ সুরমার আলোচিত ওসি হারুন
সিলেট অফিস : নানা কারনে আলোচনায় ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ দক্ষিণ সুরমা থানার ্ওসি শাহ হারুনুর রশিদ। এর মধ্যে গত ১৬ আগষ্ট বরইকান্দি ইউনিয়ন পরিষদে ভিজিএফ বিতরনী অনুষ্ঠানে আয়োজিত জনসভায় স্থানীয় সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী উপস্থিতিতে যুক্তরাজ্য আওয়ামীলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক আওয়ামীলীগের প্রভাবশালী নেতা হাবিবুর রহমান হাবিবের পিতা মরহুম এমএ গনিকে নিয়ে কটুক্তিমুলক বক্তব্য দেন আলোচিত ওসি হারুনুর রশিদ। বিষয়টি নিয়ে প্রধান মন্ত্রীর কার্যালয়ে অভিযোগ করা হয়। অভিযোগের পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশ দেয়া হয় পুলিশের আইজি কে এম শহিদুল হককে। আইজির নির্দেশে এসএমপি পুলিশের একটি টিম তদন্ত করে ঘটনার সত্যতা পায়। এ ব্যাপারে স্থানীয় আওয়ামীলীগের কয়েক নেতার স্বাক্ষ্যও নেয়া হয়। পরে তদন্ত টিম ঘটনার বিস্তারিত উল্ল্যেখ করে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদন পাওয়ার পর ওসির বিরুদ্ধে শাস্তিমুলক বদলি করা হয় চট্রগ্রাম রেঞ্জে। ঘটনাটি নিয়ে তোলপাড় চলছে স্থানীয় পুলিশ প্রশাসন সহ সচেতন মহলে। শাস্তিমুলক বদলির বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার জেদান আল মুসা। এদিকে ওসির এহেন বক্তব্য নিয়ে দায়িত্বশীল মহলে ক্ষোভ দেখা দেখা দিয়েছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।