Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

গঙ্গাচড়ায় বন্যায় কৃষি ও মৎস্য খাতে ক্ষতি ২৮ কোটি টাকা

| প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

মোহাঃ ইনামুল হক মাজেদী গঙ্গাচড়া (রংপুর) থেকে : রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলায় এবারের বন্যায় উপজেলার ৯ ইউনিয়নে কৃষি মৎস্য রাস্তাঘাট ও বসত ভিটা ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যার ধকলে ২৮ কোটি ক্ষতি হয়েছে। বড় ধরনের ক্ষতির শিকার হয়েছে কৃষি ও মৎস্য খাত। এর সাথে ক্ষতিগ্রস্থ ঘরবাড়ি, আসবাবপত্র, রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠানসহ ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে যাবে। সরকারি হিসেবে ফসল ও মৎস্য খাতে ক্ষতি হয়েছে ২৮ কোটি টাকা। তবে বেসরকারি হিসেবে ৩০ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। বন্যার পানিতে তলিয়ে নিশ্চিহ্ন হয়ে গেছে হাজার হাজার হেক্টর জমির রোপা আমন ক্ষেত। ভেসে গেছে শতাধিক পুকুরের মাছ। ভেঙে গেছে যোগাযোগ ব্যবস্থা। উপজেলা কৃষি অফিস থেকে আমনচারা বিনামূল্যের বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। কৃষকরা বলছেন, এবারে আমন ধান উৎপাদন অনেক কম হবে। নোহালী ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ টিটুল আজাদ বলেন, কৃষকের আহাজারী ছাড়া তাদের আর কোন অবলম্বন নেই। সব মিলিয়ে উপজেলা জনপদ জুড়ে বন্যায় ক্ষত। ক্ষত নিয়ে ক্ষতিগ্রস্থ পরিবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। কিছু সরকারি পূর্ণবাসন কার্যক্রম শুরু না হওয়ায় ক্ষতিগ্রস্থদের মাঝে হতাশা বিরাজ করছে। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, বন্যায় ক্ষতি গ্রস্থ কৃষকদের মাঝে রোপা আমন চারা বিতরন করা হয়েছে। এবারের বন্যায় ৭ হাজার হেক্টর জমির রোপা আমন ও সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে। পরিসংখ্যান অনুযায়ী বন্যায় ২৬ কোটি টাকা কৃষি খাতে ক্ষতি হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, স¤প্রতি বন্যায় মৎস্য খাতে ২ কোটি টাকা ক্ষতি হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ