Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চমেক হাসপাতালে গুলিবিদ্ধ আরও ৯ রোহিঙ্গা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

১৭ দিনে ভর্তি ৮৬ জন
মিয়ানমারের রাখাইন রাজ্যে নিষ্ঠুর সেনা অভিযানের মধ্যে বাংলাদেশে পালিয়ে আসা আরও নয় রোহিঙ্গা চিকিৎসা নিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার গভীর রাতে ওই ৯ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে ৮ জন বার্মা সেনাদের গুলিতে আহত হয়েছে। অপরজন সড়ক দুর্ঘটনায় আহত হন। আহতরা হলেন- মো. হামিদ হোসেন (৪০), মো. তাহের (১৯), আবুল কালাম (৩৫), মোছাম্মৎ আদিজা (১১), ফাতেমা (১৫), বশির উল্লাহ (২৪), মঞ্জুর রহমান (২৫), করিম উল্লাহ (৪৬) ও শামসুল আলম (৩৫)।
হাসপাতাল সূত্র জানায়, তাদের মধ্যে শামসুল আলম টেকনাফে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। অন্যরা গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে এসেছেন। গুলিবিদ্ধ আটজনকে বাংলাদেশে আসার পর টেকনাফের রোহিঙ্গা শরণার্থী শিবিরে মেডিসিন স্যঁ ফ্রঁতিয়ের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য চমেকে পাঠানো হয়। গত ২৪ আগস্ট থেকে মিয়ানমারের রাখাইন প্রদেশের বার্মা সেনাবাহিনী ও মগদস্যুদের নিষ্ঠুর অভিযানে সেখানে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। শত শত রোহিঙ্গাকে জীবন্ত পুড়িয়ে ও গুলি করে হত্যা করা হয়। জীবন বাঁচাতে রোহিঙ্গাদের ঢল নামে বাংলাদেশে। মাইলের পর মাইল পায়ে হেঁটে রোহিঙ্গারা আসছে বাংলাদেশে। তাদের মধ্যে আছেন গুলিবিদ্ধ ও গোলার আঘাতে দগ্ধ আহতরাও। গত ১৭ দিনে মোট ৮৬ জন রোহিঙ্গাকে চমেকে আনা হয়। তাদের অধিকাংশই গুলিবিদ্ধ বা বিস্ফোররণে দগ্ধ হয়ে এখনো যন্ত্রণায় ছটফট করছেন। আহত অবস্থায় হাসপাতালে আসার পর একজন গত ২৬ আগস্ট এবং অপরজন ৩০ আগস্ট মারা যান।
হাসপাতাল সূত্র জানায়, গুলিবিদ্ধ ও দগ্ধ আহতদের বেশিরভাগের অবস্থা সংকটাপন্ন। কারণ আহত হওয়ার পর তাদের চিকিৎসা শুরু হয়েছে অনেক পরে। এতে করে যারা গুলিবিদ্ধ হয়েছেন তাদের প্রচুর রক্তক্ষরণ হয়। এ অবস্থায় বেশ কয়েকদিন চিকিৎসা ও খাবার থেকে বঞ্চিত হওয়ায় তাদের শারীরিক অবস্থার আরও অনবিত হয়েছে। হাসপাতালে আসার পরও যথাযথ চিকিৎসা সেবা মিলছে না। হাসপাতাল থেকে সরকারিভাবে বরাদ্দ ওষুধের পাশাপাশি বাইর থেকেও ওষুধ কিনতে হচ্ছে। তবে হতভাগ্য এসব রোহিঙ্গাদের ওষুধ কেনার সামর্থ নেই। চিকিৎসক ও সেবিকাদের সাহায্যে চলছে এসব আহতদের চিকিৎসা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা

২৫ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ