বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
উল্লাপাড়া ( সিরাজগঞ্জ) উপজেলা সংবাদাদাতা : বর্তমান সরকারের উন্নয়ন ও অগ্রগতির দুই বছর পূর্তি উপলক্ষে সোমবার বিকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর খেলার মাঠে মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক জনসভা অনুষ্ঠিত হয়। মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য সংসদ সদস্য তানভীর ইমাম বলেন, বিএনপি-জামায়াত মুক্তিযুদ্ধ আর আমাদের স্বাধীনতাকে বিশ্বাস করে না বলেই তাদের নেত্রী খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত বক্তব্য দিয়ে পাকিস্তানী ঘাতকদের পক্ষ নিচ্ছে। বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে আগামী ২০১৯ সনের জাতীয় নির্বাচনে দেশের মানুষকে ঐক্যবদ্ধ ভাবে আবারও নৌকায় ভোট দেয়ার আহবান জানান তিনি। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- পৌর মেয়র এস.এম. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মীর শহিদুল ইসলাম পুন্নু, মুক্তিযোদ্ধা সাংবাদিক গোলাম মোস্তফা, অধ্যাপক ইদ্রিস আলী, আব্দুস সামাদ সরকার, রিবলী ইসলাম কবিতা প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।