Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গাদের জন্য ৩ ট্রাক ত্রাণ

| প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা: মিয়ানমারের রাখাইন রাজ্যে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা মুসলমানদের জন্য ত্রান সামগ্রী পাঠিয়েছে ছাগলনাইয়ার সর্বস্তরের তৌহিদী জনতা। গত শনিবার রাতে দু’ট্রাক কাপড় এক ট্রাক শুকনো খাবার ও ঔষুধসহ ছাগলনাইয়া আজিজিয়া কাসেমুল উলুম মাদ্রাসার মোহতামিম মাওলানা রুহুল আমিনের নেতৃত্বে অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক লোকের একটি কাফেলা কক্সবাজার জেলার উখিয়া ও কুতুপালংএর উদ্দেশ্যে রওনা দেন। এসময় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মাওলানা রুহুল আমিন। এতে ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেলসহ এলাকার সর্বস্থরের তৌহিদী জনতা উপস্থিত ছিলেন। গত কয়েক দিন যাবত ছাগলনাইয়ার ঈমান আমল সংরক্ষন কমিটি, ছাগলনাইয়ার ব্যবসায়ীবৃন্দ, আল-আমিন ফাউন্ডেশন, যুব জাগরণ সংঘ ও ছাগলনাইয়া বøাড ডোনেট ফাউন্ডেশনসহ ৫টি সংগঠনের স্বেচ্ছাসেবক বাহিনী উপজেলা বিভিন্ন এলাকা থেকে নগদ ৪ লক্ষ ৭ হাজার ৪৪২ টাকা খাদ্য দ্রব্য ও পোষাক সংগ্রহ করেন। এ মানবিক সহযোগিতার মধ্যে রয়েছে জামা কাপড়, স্যালাইন, চিড়া, চিনি, গুড়, বিস্কুট, পাউরুটি, সেমাই, ঢাউল ও লেবু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ