Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

হাতিয়ার মেঘনা নদী থেকে অস্ত্র¿ উদ্ধার : ইউপি চেয়ারম্যানসহ সন্ত্রাসীদের কারাগারে প্রেরণ

| প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

নোয়াখালী ব্যুরো ঃ মেঘনা নদীতে র‌্যাব কোস্টগার্ড অভিযান চালিয়ে ১টি শুটারগান, ২টি কাটা রাইফেল এবং ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে। গত শুক্রবার রাত ১০টার দিকে চরকিং ইউনিয়নের মেঘনা নদীর বগুলারখাল এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত চরঈশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইয়াবা স¤্রাট আব্দুল হালিম আজাদ প্রকাশ পিচ্ছি আজাদের দেয়া তথ্য অনুসারে ডুবুরীদল নদী থেকে এগুলো উদ্বার করে। উল্লেখ্য, বুধবার হাতিয়ার এমপি আয়েশা ফেরদৌসের বাসভবনে গুলী ও বোমা হামলা চালায় চরঈশ্বর ইউপি চেয়ারম্যান আবদুল হালিম আজাদের নেতৃত্বে সন্ত্রাসীরা। গত বৃহস্পতিবার তারা রামচরন ঘাট থেকে একটি ট্রলারযোগে পালিয়ে বয়ারচরের টাঙ্কির খালে কাছে অবস্থান করে । এসময় কোস্ট গার্ড আজাদ চেয়ারম্যানের মোবাইল ট্রাকিং করে তাদের অবস্থান নিশ্চিত করে। পরে পুলিশ কোস্টগার্ড অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে তাদের তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে নদী থেকে অস্ত্রশস্ত্র উদ্বার করা হয়। আটককৃতরা হলো, আবদুল হালিম আজাদ, নূর নবী মাস্টারের ছেলে আশরাফুল হক, রেজাউল হকের ছেলে নাছির উদ্দিন, কানতিল নন্দীর ছেলে রুপক নন্দী, জসিম উদ্দিনের ছেলে তুষার ও বোটের দু’জন মাঝিকে আটক করে। এসময় সময় সন্ত্রাসীরা নদীতে অস্ত্রশস্ত্র ফেলে দেয় । শুক্রবার গভীর রাতে আটককৃতদের হাতিয়া থানায় সোপর্দ করা হয়। এব্যাপারে র‌্যাব বাদী হয়ে হাতিয়া থানায় মামলা দায়ের করে। পরে আদালত আসামীদের জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ