বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি জাহাজের সংঘর্ষে টিএসপি সারবাহী একটি বড় জাহাজের একাংশে ফুটো হয়ে গেছে। গতকাল (শনিবার) সকাল সাতটায় এ দুর্ঘটনা ঘটে। বেলিজের পতাকাবাহী দুর্ঘটনাকবলিত জাহাজটির নাম এমভি মাই মেরি। জাহাজটিতে ৩৭ হাজার ৬৬১ টন টিএসপি সার রয়েছে। জাহাজটি গতকাল সকালে বন্দরের বহির্নোঙরে আসার পর এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনা কবলিত জাহাজটির স্থানীয় প্রতিনিধি জানান, জাহাজটি নোঙর করার পর ইউরিয়া সারবাহী এমভি ওরহান নামের একটি জাহাজ এসে মাই মেরিকে ধাক্কা দেয়। একপর্যায়ে ওরহানের ধাক্কায় মাই মেরি জাহাজের ৫ নম্বর হ্যাচ (পণ্য রাখার জায়গা) ফুটো হয়ে যায়। ওই হ্যাচে পানি ঢুকে চার হাজার টন টিএসপি সার নষ্ট হয়ে যায়। টিএসপি সার আমদানিকারক নওয়াপাড়া ট্রেডার্স নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান।
বন্দরের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম বলেন, জাহাজটি ডোবেনি। তবে একটি হ্যাচে পানি ঢুকেছে। দুর্ঘটনার কারণে জাহাজ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।