Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সার নিতে গিয়ে ডিলারের হাতে কৃষক প্রহৃত

| প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

কলারোয়া (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা : কলারোয়ায় ইউরিয়া সার নিতে যেয়ে ডিলারের হাতে কৃষক মারপিটের ঘটনায় কৃষি মন্ত্রণালয়ে অভিযোগ করা হয়েছে। গত ৬ সেপ্টেম্বর কৃষিমন্ত্রী, কৃষি সচিব ও সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর প্রতিকার প্রার্থনা করে লিখিত অভিযোগ পাঠানো হয়েছে। প্রেরিত অভিযোগে বলা হয়েছে, উপজেলার সোনাবাড়িয়া গ্রামের মৃতঃ মোকছেদ আলীর পুত্র কৃষক জব্বার (৫০) তিন বিঘা জমিতে আমন ধান চাষ করেছে। এই জমিতে সার দেওয়ার জন্য গত ৩ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যার প্রাক্কালে সোনাবাড়িয়া বাজারে বিসিআইসি ডিলার নূরুল ইসলামের দোকানে যায়। কৃষক জব্বার দোকানে বসা ডিলার নূরুলের পিতা ইছাহক আলীর কাছে এক বস্তা ইউরিয়া সার কিনতে চায়। জবাবে ডিলারের পিতা ইছাহক আলী সার দিতে অস্বীকার করে চোরাই বাজার থেকে সাড়ে ১১শ’ টাকা বস্তা দরে সার কিনে নিতে বলে। চোরাই বাজারে যাওয়ার কথা বলায় কৃষক জব্বার ক্ষুব্ধ হয়ে কড়া প্রতিবাদ করলে দোকানে কর্মরত ডিলারের ভাগ্নে মনিরুল এসে আকস্মিক ভাবে কৃষক জব্বারের মুখে সজোরে আঘাত করে। এতে রক্তাক্ত জখম হয়ে কৃষক জব্বার মাটিতে লুটিয়ে পড়ে। পার্শ্ববর্তী লোকজন এসে কৃষক জব্বারকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করে। ডিলার নূরুলের কারসাজিতে সোনাবাড়িয়া ইউনিয়নে সার সংকট এবং সরকার নির্ধারিত ১৬ টাকা কেজি দরের ইউরিয়া ২০ টাকা দরে বিক্রি হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ