Inqilab Logo

বুধবার, ২২ মে ২০২৪, ০৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বাংলাবান্ধা স্থলবন্দর দুই কুলি শ্রমিক ইউনিয়নে সংঘর্ষের আশঙ্কা

| প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

তেঁতুলিয়া (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা : পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থল বন্দর লোড আনলোড কুলি শ্রমিক ইউনিয়নের দুই গ্রæপে মুখোমুখি সংঘর্ষের আশঙ্কা। বাংলাবান্ধা স্থলবন্দর লোড আনলোড কুলি শ্রমিক ইউনিয়নের কর্মরত দুইটি শ্রমিক সংগঠন দীর্ঘদিন যাবত কাজ করে আসছে। রাজ রেজি. নং- ২৬৩৪ সংগঠনটির সদস্য সংখ্যা মোট ১৫৪ জন এবং ২৩০৫ শ্রমিক সংগঠনের শ্রমিক সংখ্যা মোট ২৬০ জন উভয় সংগঠন দুটি তাদের শ্রমিকদের নিয়ে লোড আনলোড এর কাজ করে আসছে। ২৬৩৪ সংগঠনের শ্রমিকরা ১৫৪ জন শ্রমিক কাজ করছে কিন্তু ২৩০৫ শ্রমিক সংগঠনটির শ্রমিক সংখ্যা মোট ২৬০ জন হলেও এর মধ্যে কাজ করছে মাত্র ৪০ জন শ্রমিক। ২৩০৫ সংগঠনটি তার ন্যায্য হিস্যা আদায়ের জন্য দীর্ঘদিন যাবত জেলা, উপজেলা ও স্থানীয় প্রশাসনের নিকট সমানভাবে শ্রমিক একযোগে কাজ করার জন্য লিখিত অভিযোগ দায়ের করেন। গত ২৪ আগস্ট, ২০১৭ ইং তারিখে সংসদ সদস্য পঞ্চগড়-১ মো. নাজমুল হক এম.পি এর নিকট অভিযোগ দায়ের করা হলে তিনি বিষয়টি বিশেষ বিবেচনার জন্য জেলা প্রশাসক এর মাধ্যমে বিষয়টি দ্রæত নিস্পত্তির জন্য জেলা প্রশাসক কে দায়িত্ব দেন। একমাস গত হলেও জেলা প্রশাসক বিষয়টির কোন ব্যবস্থা নেননি। বিষয়টি নিয়ে স্থলবন্দর এলাকায় দুটি শ্রমিক সংগঠনের মধ্যে মুখোমুখি অবস্থানে রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ