Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

মদনে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৬

| প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

নেত্রকোনা জেলা সংবাদদাতা ঃ মসজিদের অনুদানের টাকা নিয়ে দ্বন্দের জের ধরে দু পক্ষের সংঘর্ষে ১ জন নিহত ও ৬ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার বিকালে নেত্রকোনা জেলার মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের পশ্চিম ফতেপুর গ্রামে।
স্থানীয় এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, পশ্চিম ফতেপুর যাত্রারখাল গুচ্ছগ্রাম নির্মাণের সময় এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম চৌধুরী মসজিদ নির্মাণের জন্য রেনু মিয়ার কাছে ১ লাখ টাকা জমা দেন। দীর্ঘদিন পেরিয়ে গেলেও যাত্রারখাল মসজিদের জন্য অনুদানের টাকা মসজিদ তহবিলে জমা না দেয়ায় এ নিয়ে এলাকাবাসীর মাঝে বিরোধ দেখা দেয়। গতকাল শনিবার সকালে সাদেক মিয়া রেনু মিয়ার কাছে মসজিদের টাকা জমা দিতে বললে এ নিয়ে দু জনের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এরই জের ধরে বিকালে দু পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ইব্রাহীম মুন্সির বাড়ীর পিছনে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই কাছুম আলী (৬০) নামক এক কৃষক নিহত ও উভয় পক্ষের ৬ জন আহত হয়। গুরুতর আহত আইন উদ্দিনকে (৪০) আশস্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত আশরাফুল (২০), শাহীনকে (১৮) মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর পক্ষের আহত ৪ জনকে পার্শ্ববর্তী তাড়াইল উপজেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ফতেপুর ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম চৌধুরী মসজিদে অনুদান দেয়ার কথা অস্বীকার করে বলেন, পূর্ব শত্রæতার জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ