Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

রোহিঙ্গা ফেরত নিতে আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে -টেকনাফে মন্ত্রী মায়া

| প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

টেকনাফ (কক্সবাজার) উপজেলা সংবাদদাতা : কক্সবাজারের টেকনাফে অনুপ্রবেশকারী মিয়ানমার রোহিঙ্গা পরিস্থিতি পরিদর্শন করেছেন দুর্যোগ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। পরিদর্শনকালে তিনি বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশানুযায়ী মানবিক দৃষ্টিকোণ থেকে আশ্রয় দেওয়া হবে এবং আশ্রিত রোহিঙ্গাদের ফেরত নেওয়ার ব্যাপারে আর্ন্তজাতিকভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে। মিয়ানমারে পরিস্থিতি স্বাভাবিক হলে পালিয়ে আসা রোহিঙ্গাদের স্বদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। গতকাল শনিবার দুপুর ১২টায় নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্পে নতুন অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের উদ্দেশে তিনি কথাগুলো বলেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রেস বিফ্রিংকালে তিনি আরো বলেন, ছড়িয়ে ছিটিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের এক জায়গায় নিয়ে আসা হবে। এ জন্যে জায়গা খোঁজা হচ্ছে। সীমান্ত পাড়ি দিয়ে ইতিমধ্যে কী পরিমাণ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে তার কোন সঠিক পরিসংখ্যান না থাকলেও সূত্রমতে প্রায় ৩ লক্ষাধিক রোহিঙ্গা মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে এসেছে।
এ সময় মন্ত্রীর সাথে ছিলেন সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ শাহ কামাল, উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য আব্দুর রহমান বদি, কক্সবাজার এডিসি আবদুর রহমান, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোঃ আবুল কালাম, উখিয়া সার্কেল চাইলাউ মারমা, টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিক, আওয়ামীলীগের নেত্রী ইসমত আরা ইসলুসহ প্রশাসন ও এনজিও সংস্থার প্রতিনিধিবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ