বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে এক কৃষক পরিবারের বসত বাড়ী প্রভাবশালীরা ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। এসময় কৃষক পরিবার ভাঙচুরে বাধা দেয়ায় গৃহকত্রীকে পিটিয়ে আহত করেছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে কৃষক মৃত আলী হোসেনের স্ত্রী ছালেমন বাদী হয়ে বুধবার দুপুরে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা গেছে, ছালেমন তার পৈত্রিক সূত্রে পাওয়া ৭ গন্ডা জমিতে অর্ধ শতাধিক বছর ধরে বসত বাড়ী নির্মাণ করে পরিবার পরিজন নিয়ে বসবাস করছিল। একই এলাকার ছব্বত আলীর পুত্র মোফাজ্জল, তোফাজ্জল, সাখাওয়াত হোসেন ও তাদের সহযোগীরা ছালেমনের ওই বসত বাড়ী উচ্ছেদ করে জবর দখল করার চেষ্টা করছে। শনিবার মোফাজ্জল হোসেনের নেতৃত্বে কৃষকের বসত বাড়ী ও রান্না ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।