Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাভারে কৃষকহত্যায় চারজনের যাবজ্জীবন

প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

সাভার (ঢাকা) স্টাফ রিপোর্টার : ঢাকা জেলার সাভার উপজেলার ঘাসিরদিয়া গ্রামে এক যুগ আগে কৃষক মো. সেলিম হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত। 

ঢাকার পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ জুয়েল রানা আজ সোমবার আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন সাজার রায় শুনে আসামি কুজরত আলি, আব্দুর রউফ, মো. ওয়াজউদ্দিন ও সেলামউদ্দিন কান্নায় ভেঙে পড়েন।
কারাদণ্ডের পাশাপাশি আসামিদের প্রত্যেককে দশ হাজার টাকা করে জরিমানা করেছেন বিচারক। চার আসামিই মামলার শুনানির সময় জামিনে ছিলেন। রায়ের পর তাদের কারাগারে নেয়া হয়।মামলার বিবরণে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে ২০০৪ সালের ১৫ জুলাই ঘাসিরদিয়া গুদারাঘাট এলাকায় নৌকায় বসে মদ পান করিয়ে সেলিমকে শ্বাসরোধ করে খুন করে দণ্ডিতরা। পরে মরিচারটেক খালের পারে তার লাশ ফেলে রাখা হয়।পরদিন নিহতের বড় ভাই মো. ইসলাম সাভার থানায় হত্যা মামলা দায়ের করেন।এ আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি গোলাম দস্তগীর জানান, রাষ্ট্রপক্ষে ২৩ জনের সাক্ষ্য শুনে আদালত রায় ঘোষণা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ