Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা-বাণিজ্য প্রসারে নেপাল রাষ্ট্রদূতের বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন

| প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

তেঁতুলিয়া (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা : সর্ব উত্তরের স্থলবন্দর বাংলাবান্ধায় ব্যবসা বাণিজ্য প্রসার ও দুই দেশের সম্পর্ককে আরো দৃঢ় করার লক্ষ্যে নেপাল রাষ্ট্রদূত বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন করেন। গতকাল শনিবার সকালে নেপালর রাষ্ট্র দুত এইচ এফ প্রফেসর ড. চপ লাল ভুষাল পরিদর্শন শেষে বক্তব্যে বলেন দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যে প্রসারের লক্ষে আরও আন্তরিক হওয়ার জন্য বাংলাবান্ধা স্থলবন্দর কর্তৃপক্ষকে আহŸান জানান। তিনি আরো বলেন বাংলাদেশ এবং নেপালের মধ্যে রেল লাইন ও ফ্লাইওভার স্থাপন করার বিষয়টি বলেন। রাষ্ট্রদূতের সফর সঙ্গী ছিলেন নেপালের ডিপুটি চিপ অফ দ্যা মিশন ধন বাহাদুর ওলি, রাষ্ট্রদুতের ব্যক্তিগত সহকারি এমএস রিয়া, পঞ্চগড় জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল, ১৮ব্যাটালিয়ন অধিনায়ক লে: কর্নেল আল হাকিম মোহাম্মদ নওশাদ, পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার সানিউল ফেরদৌস, কাস্টমস্ সুপার মো. ফিরোজ আলম, ইমিগ্রেশন ওসি সাঈদ, পঞ্চগড় চেম্বার অফ কমার্সের সভাপতি আশরাফুল ইসলাম পাটোয়ারী, এক্সপোর্ট ইমপোর্ট এসোসিয়েশন এর সভাপতি মেহেদি হাসান খান বাবলা, সি এন্ড এফ এসোসিয়েশন এর সভাপতি রেজাউল করিম রেজা এ সময় উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ