Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অর্থ আত্মসাতের মামলায় এলজিইডি কর্মচারী আটক

| প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চাকরি দেয়ার নাম করে অর্থ আত্মসাতের মামলায় জাকির হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের রাজমঙ্গলপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক জাকির হবিগঞ্জ জেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) একজন কর্মচারী। তিনি রাজমঙ্গলপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন তরফদার জানান, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চন্দ্রপুর গ্রামের আমেনা বেগম মাহ্ফুজা নামে এক নারীকে এলজিইডি অফিসে চাকরি দেওয়ার নাম করে গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের ফেব্রæয়ারি মাস পর্যন্ত কয়েক দফায় ছয় লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন জাকির। সর্বশেষ আইনমন্ত্রী অ্যাড. আনিসুল হকের ব্যক্তিগত সহকারি রাশেদুল কায়সার জীবনের নাম করে জাকির ওই নারীর কাছ থেকে টাকা নেন। ওসি আরও জানান, ইতিপূর্বে জাকির ভুয়া নিয়োগপত্র দিয়ে আমেনাকে রাঙ্গামাটি পাঠায়। নিয়োপত্র ভুয়া বুঝতে পেরে আমেনা রাশেদুল কায়সার জীবনের শরণাপন্ন হন। পরে তার পরামর্শে আখাউড়া থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে জাকিরকে আটক করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ