Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

এ সরকার জনবান্ধব সরকার-বিএইচ হারুন এমপি

| প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা : ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) সংসদ সদস্য, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও রাজাপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি বজলুল হক হারুন এমপি বলেছেন, আজ সারাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নে সারা বিশ্বের দরবারে প্রসংশিত হয়েছে। কারণ মানুষের মৌলিক অধিকার, সুশাসন, নারীদের ন্যায্য অধিকার, সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা সহ বিনা বেতনে স্কুল, মাদ্রাসায় অধ্যায়নের সুযোগ, বিনামূল্যে বই প্রদান, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা, সরকারি বে-সরকারি চাকুরিজীবিদের বেতন বৃদ্ধি, শিক্ষকদের বেতন বৃদ্ধিসহ স্বাস্থ্য, শিক্ষা, নিরাপত্তা খাতে বরাদ্ধ বৃদ্ধির কারণে দেশের মানুষ সুখে-শান্তিতে বসবাস করছে। বিএনপি যখন ক্ষতায় ছিল রাজাপুরের মানুষ বিএনপির সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি ছিল। মিজান-মোর্শেদ বাহিনী গঠন করে এলাকায় সন্ত্রাসের রাজত্ব করে ছিল সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীরোত্তম। স¤প্রতি এ সাবেক প্রতিমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সাবধান করে তিনি বলেন, রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে বক্তব্য রাখবেন। অন্যথায় রাজাপুরে মাটিতে এলাকার জনগনকে সাথে নিয়ে কোন মিটিং করতে দেয়া হবে না। মানুষ সুখে-শান্তিতে আছে, শান্তি ভঙ্গ করতে আসবেন না। আপনি একজন নারী নেতৃকে বিশখালী নদীতে ফেলে দিবেন এমন হুংকার আপনার মুখে শোভা পায় না। এ সরকার জনবান্ধব সরকার, এজন্যই প্রধানমন্ত্রী আজকে সারা বিশ্বের দরবারে বাংলাদেশকে একটি উন্নয়নের রোল মডেল হিসেবে উপস্থাপন করতে সক্ষম হয়েছে। আগামী সংসদ নির্বাচনে সুখ, শান্তি, উন্নয়ন অব্যাহত রাখতে নৌকা মার্কার প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহŸান জানান। তিনি গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলার সাতুরিয়ার লেবুবুনিয়া বাজারে বাংলাদেশ আ’লীগ ও সহযোগী সংগঠন সাতুরিয়া ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বি এইচ হারুন এমপি এ কথা বলেন। এসময় উপজেলা আ’লীগ সহ-সভাপতি ও চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজাপুর উপজেলা পরিষদ চেয়্যারম্যান অধ্যক্ষ মনির উজ্জামান, রাজাপুর উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আলহাজ্ব এ্যাড.এ.এইচ,এম, খায়রুল আলম সরফরাজ, উপজেলা মহিলা ভাইস চেয়্যারম্যান আফরোজা আক্তার লাইজু, উপজেলা আ’লীগ সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন মৃধা মজিবর ও মঠবাড়ি ইউপি চেয়্যারম্যান মোস্তফা কামাল সিকদার সাতুরিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা আ’লীগ সদস্য বাহাদুর হোসেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ