প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
মরহুম নায়করাজ রাজ্জাকের জীবনী নিয়ে বেশ কয়েক বছর আগে থেকে একটি গ্রন্থ প্রকাশ করার কাজ চালিয়ে যাচ্ছেন বিশিষ্ট চিত্রনাট্যকার ও পরিচালক ছটকু আহমেদ। রাজ্জাকের জীবদ্দশায়ই এ কাজটি শুরু করেছিলেন তিনি। ইতোমধ্যে বইটি লেখার কাজ প্রায় শেষ করে এনেছেন। নামকরণ করা হয়েছে নায়করাজ রাজ্জাক : টালিগঞ্জ থেকে ঢালিউড। আগামী বছরের জানুয়ারিতেই বইটি প্রকাশ করা হবে। তবে বইটি বিডিনিউজ পাবলিকেশন লিমিটেড (বিপিএল) আনবে আগামী ফেব্রুয়ারিতে বইমেলায়। এ বিষয়ে প্রকাশনা কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি চূড়ান্ত হয়েছে বলে ছটকু আহমেদ জানান। তিনি জানান, রাজ্জাক সাহেবের জীবন থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তাছাড়া নতুন প্রজন্মের জন্য রাজ্জাক সাহেবের জীবনী পাথেয় হয়ে থাকবে। সেই ভাবনা থেকেই বইটি লিখেছি। রাজ্জাক সাহেব বেঁচে থাকতেই এর কাজ শুরু করেছিলাম। তিনি বলেন, নায়করাজের জীবনী, শৈশব, উত্থান, জীবনের বাঁকবদল, সে সময়ের রাজনৈতিক পরিস্থিতি ইত্যাদি নানা বিষয় সাহিত্যরস মিশিয়ে বইটি লেখা হচ্ছে। এদিকে রাজ্জাকের বড় ছেলে বাপ্পারাজ জানিয়েছেন, বাবাকে নিয়ে ছটকু আহমেদসহ অনেকেই এখন বই লিখতে ইচ্ছুক বলে জেনেছি। তবে সবার প্রতি সম্মান রেখে বলতে চাই আমাদের পরিবারের অনুমতি ছাড়া কেউই কোনো বই প্রকাশ করবেন না প্লিজ। নায়করাজের ছোট ছেলে সম্রাট বলেন, ছটকু আহমেদ কয়েক দিন আগে আমাদের বাসায় এসেছিরেন। তবে বাবার মৃত্যুর ৪০ দিনও পার হয়নি। তাই বই প্রকাশনা নিয়ে চ‚ড়ান্ত কোনো কথা তার সঙ্গে আমাদের হয়নি। এমনকি যে প্রকাশনী থেকে বইটি বের হওয়ার কথা শুনছি তারাও কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেননি। তবে সম্রাট নিশ্চিত করেছেন, জীবনী নিয়ে রাজ্জাকের সঙ্গে কথা হয়েছিল ছটকু আহমেদের। তিনি বলেন, আর কেউ বা কোনো প্রকাশনী যদি রাজ্জাক পরিবারকে অবগত না করে কোনোরকম কোনোকিছু প্রিন্টে যায়, তাহলে আমরা কঠোর আইনগত ব্যবস্থা নেব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।