Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আড়াইহাজারে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

| প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

আড়াইহাজার (নারায়ণগঞ্জ)উপজেলা সংবাদদাতা: আড়াইহাজারে মিরাজ বেগম (৩২) নামের এক অন্তসত্তা গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধু উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের মারুয়াদী গ্রামের জুয়েলের স্ত্রী।
আড়াইহাজার থানার উপপরিদর্শক (এস আই) মোস্তাফিজুর রহমান জানান, জুয়েলের দ্বিতীয় স্ত্রী মিরাজ বেগম। এর আগে বগুড়ার এক যুবকের সাথে তার বিয়ে হয়েছিল। তাদের আগের স্ত্রীর ঘরে ৭ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। অপর দিকে জুয়েল পাশা-পাশি বসবাস করার কারণে মিরাজ বেগমের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। জুয়েল মিরাজের প্রেমে পড়ে প্রথম স্ত্রীকে মারধর করেন। পরে ক্ষোভে প্রথম স্ত্রীও আত্মহত্যা করে। সব শেষে জুয়েল ও মিরাজ বেগম এবছরের ফ্রেবুয়ারীতে বিবাহ করে। বর্তমানে মিরাজ বেগম ৩ মাসের অন্তসত্তা। বেশ কিছু দিন ধরে তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছিল। এই নিয়ে শনিবার দুপুরে মিরাজ ঘরের আড়ার সাথে গলায় ফাসঁ দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে থানা পুলিশ ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। মিরাজ বেগম একই ইউনিয়নের মারুয়াদী দেওয়ান পাড়া গ্রামের সোহরাব মিয়ার মেয়ে এবং জুয়েল মারুয়াদী গ্রামের তোতা মিয়ার ছেলে। তবে তার প্রথম স্ত্রীর নাম জানা যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ