রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মৌলভীবাজার জেলা সংবাদদাতা : মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবালা ইউনিয়েনে শিমুলিয়ায় গাছকাটা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের তীরের আঘাতে মাসাদ মিয়া (২৮) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন এবং এ ঘটনায় জড়িত অভিযোগে ৪ জনকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবালা ইউনিয়েনে শিমুলিয়া গ্রামের সুমন মিয়ার সাথে প্রতিবেশী বকুল মিয়ার গাছ কাটা নিয়ে কথা কাটাকাটি হয়। এর সূত্রে ধরে বর্তমান মেম্বার মোহাহিদ ও রাজা মিয়া গ্রæপ দেশীয় অস্ত্র তীর-ডালা নিয়ে দুই পক্ষের লোকজন সংর্ঘষে জড়িয়ে পড়ে। এতে বর্তমান মেম্বার মোহাহিদ পক্ষের মাসাদ নামে একজনের এর গলায় তীরের আঘাত লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় উভয়পক্ষের আরও ১০ জন আহত হন। আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন একই গ্রামের আখেদা বেগম (৪৫), আব্দুল মিয়া (৩০), নিপু মিয়া, রিপন আহমদ। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট ওসমানি মেডিকেলে পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন, জনি মিয়া, ফারুক আহমদ, জুবেল মিয়া, রুবল মিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।