রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চলনবিল অধ্যুষিত চাটমোহর উপজেলার বিভিন্ন নদ-নদী ও বিলে গতকাল বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধ সোঁতি বাঁধ অপসারণ করলেন ইউএনও। উপজেলার হান্ডিয়াল ও নিমাইচড়া ইউনিয়নের বিভিন্ন বিল ও নদীতে অবৈধভাবে স্থাপিত সোঁতি বাঁধ অপসারণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেহেলী লায়লা অভিযান চালিয়ে এই সকল বাঁধ অপসারণ করেন। গুমানী নদীর ধরমগাছা, বিশ্বনাথপুরসহ অন্য এলাকার ৪টি বড় সোঁতি বাঁধসহ কয়েকটি ছোট বাঁধ অপসারণ করা হয়। এসময় একটি নৌকা ও জাল জব্দ করা হলেও কাউকে পাওয়া যায়নি। অভিযান চলাকালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান ও থানা পুলিশ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেহেলী লায়লা জানান, মৎস্য রক্ষা ও সংরক্ষন আইন ১৯৫০ মোতাবেক চলনবিল এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সোঁতি বাঁধ অপসারন করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।