Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোলা-লক্ষ্মীপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ভোলা জেলা সংবাদদাতা : ভোলা-লক্ষ্মীপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। রোববার বিকেল থেকে প্রবল জোয়ারে ঘাটের বেশ কিছু অংশে ফাটল দেখা দেওয়ায় আজ সোমবার সকাল থেকে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

এতে উভয় ঘাটে আটকা পড়েছে শত শত যানবাহন। পারাপারের অপেক্ষায় থাকা গাড়ির লাইন প্রায় দেড় কিলোমিটার ছাড়িয়ে গেছে। ফলে দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকরা।
ঘাটের ইনচার্জ আবু আলম জানান, মেঘনার প্রবল জোয়ারের কারণে এ নৌরুটের ভোলা অংশের ইলিশা এলাকায় রেম থেকে মাটি সরে গিয়ে ঘাট ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। যে কোনো সময় ঘাট ভেঙে পড়তে পারে। এজন্য সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
আজ সোমবার সকালে বি আইডব্লিউটিএ-এর নির্বাহী প্রকৌশলী শাহ নেওয়াজ কবির ঘাট পরিদর্শন করে ২৪ ঘণ্টার মধ্যে মেরামতের আশ্বাস দিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ