Inqilab Logo

বুধবার, ০৫ জুন ২০২৪, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

গজারিয়ায় শত মন জাটকা জব্দ

প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

মুন্সীগঞ্জ জেলা সংবাদদাতা : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীতে আভিযান চালিয়ে ৩৯ টি ড্রাম থেকে ১০০ মন জাটকা জব্দ করেছে গজারিয়া কোস্টগার্ড।

আজ সোমবার ভোর সাড়ে ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এমভি ছাত্তার খান-১ ও এমভি মাহিন নামের দুটি লঞ্চ থেকে এ মালামাল উদ্ধার করা হয়।
গজারিয়া কোস্টগার্ডের পেটি অফিসার ইব্রাহিম খলিল জানান, চার ঘণ্টা অভিযান চালিয়ে মেঘনার মোহনায় লঞ্চের গতিরোধ করে তল্লাশি চালিয়ে ৩৯ টি বড় ড্রাম থেকে নিষিদ্ধ জাটকা মাছ গুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। যাত্রী বোঝাই থাকায় লঞ্চ দুটি ছেড়ে দিতে হয়।
তিনি আরো জানান, জব্দকৃত জাটকা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহীনূর মিয়া ও মৎস্য অফিসের প্রতিনিধি আক্কাস আলী মোল্লার উপস্থিতিতে বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও গরীব-দুস্থদের মাঝে বিতরণ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ