বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে টেকনাফ সীমান্ত থেকে গুলিবিদ্ধ অবস্থায় শিশুসহ চার রোহিঙ্গাকে উদ্ধার করেছেন স্থানীয়রা।
শুক্রবার রাত ১১টার দিকে টেকনাফ পয়েন্ট থেকে তাদের উদ্ধারের পর টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
গুলিবিদ্ধরা হলেন- আব্দুল করিম, ইমান শরিফ, আমেনা খাতুন, মো. সোহেল (৫)। গুলিবিদ্ধরা মিয়ানমারের তুবাপাড়া এলাকার বাসিন্দা বলে জানান তারা।
শনিবার সকালে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শুভন দাস সমকালকে বলেন, চার রোহিঙ্গার হাত, পা ও বুকে গুলির আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুদ্দিন খান বলেন, বিষয়টি তিনি শুনেছেন, এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।