বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাভার (ঢাকা) স্টাফ রিপোর্টার : জমি নিয়ে বিরোধের জের ধরে সাভারে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে। আজ দুপুর ১২ টার দিকে সাভারের কমলাপুর বাজারে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সাভারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘ দিন ধরে কমলাপুর এলাকার ব্যবসায়ী আমজাদ ও ইসাফ আলীর মধ্যে কয়েক শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। এর জের ধরে আজ দুপুরে কমলাপুর বাজারে আমজাদ ও ইসাফ আলীর মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়। পরে সাভার মডেল থানার অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা এ সময় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।