বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী ব্যুরো : স্বামীর সঙ্গে পরকিয়ার বিরোধিতা করায় বৃহস্পতিবার সন্ধ্যার পরে নগরীর দরগাপাড়া পদ্মার পাড়ে বান্ধবী ফেরদৌসীর দেয়া আগুনে পুড়েছে রেখা বেগম নামে এক নারী। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে। রেখার বাবার বাড়ি নগরীর হেতেম খাঁ এলাকায়। সে স্বামী কামরুল হুদার সঙ্গে তেরখাদিয়া ক্যান্টমেন্টের সামনে দুই নম্বর লেনের ভাড়া বাড়িতে থাকেন। স্বামীর বান্ধবি ফেরদৌসীর বাড়িও দরগাপাড়া এলাকায়। অগ্নিদগ্ধ রেখা রামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন জানান, তার স্বামীর কামরুল ইসলাম। খুব কাছের বান্ধবি ফেরদৌসীর সঙ্গে তার স্বামীর সাত বছর ধরে পরকিয়ার সম্পর্ক আছে। এ ঘটনা তিনি জানতে পারেন। এ বিষয়ে তিনি বাধা দেন। এ ঘটনার জের ধরে ফেরদৌসি দরগাপাড়ায় পদ্মার পাড়ে তার শরীরে পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়। বান্ধবীর দেয়া আগুনে দগ্ধ গৃহবধূ রেখা বেগমের অবস্থা আশঙ্কাজনক। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন থাকা ওই গৃহবধূর শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দিয়েছে চিকিৎসকরা। গতকাল সকালে গুরুতর দগ্ধ রেখার জবানবন্দি রেকর্ড করেছে পুলিশ।
এদিকে, এ ঘটনায় রেখা বেগমের স্বামী কামরুল হুদা ও বান্ধবী ফেরদৌসিকে আসামী করে বোয়ালিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। রেখা বেগমের বড় ভাই নওশাদ আলী বাদি হয়ে এ মামলা দায়ের করেন। মামলার অপর আসামী কামরুল হুদা পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে বোয়ালিয়া পুলিশ। ঘটনার পরপরই অভিযুক্ত বান্ধবী ফেরদৌসিকে গ্রেপ্তার করে পুলিশ। তবে গ্রেপ্তারের পর ফেরদৌসি তার উপর আনিত অভিযোগ অস্বীকার করে বলেছে, সে ওই সময় ঘটনাস্থলে ছিল না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।