Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

বাস-মাইক্রোতে অতিরিক্ত ভাড়া আদায়

মাগুরা বাস টার্মিনালে ঢাকামুখী যাত্রীদের ঢল

| প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম


মাগুরা থেকে সাইদুর রহমান : ঈদ শেষে কর্মস্থল রাজধানী ঢাকায় ফিরতে মাগুরা অঞ্চলের মানুষের ভীড় বেড়েছে মাগুরা বাস টার্মিনালে। ঈদেও আনন্দ শেষ করে কর্মস্থলে ফিরতে চরম বিড়ম্বনায় পড়তে হচ্ছে যাত্রীদের। তাদের এ বিড়ম্বনার সুযোগ নিয়ে এক শ্রেনীর লোক নিয়মনীতি উপেক্ষা করে সুযোগ বুঝে আদায় করছে অতিরিক্ত ভাড়া। অসহায় যাত্রীরা বাধ্য হয়েই কর্মস্থলে ফিরতে তাদের শিকারে পড়তে হচ্ছে। এক শ্রেনীর অসাধু ব্যক্তি মাইক্রোবাসে ভাড়া ৪ ’শ টাকার স্থলে ৮’শ আদায় করছে। অতিরিক্ত ভীড়ের কারনে মাগুরায় আগমন ঘটছে ম্যাজিক ও সিএনজি। তারা মাগুরা থেকে দৌলতদিয়া পর্যন্ত প্রতি যাত্রীর কাছ থেকে ভাড়া নিচ্ছে ২’শ টাকা করে। এ ছাড়া যাত্রীদের ভীড়ের কারণে স্থানীয় বাস মালিক গ্রæপ তাদের বাস এ লাইনে দিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করে নিচ্ছে। মাগুরা বাস টার্মিনালে যাত্রীদের হয়রানি ও দূর্ভোগ চরম আকার ধারণ করেছে। দীর্ঘ সময় দাড়িয়ে থেকে যাত্রীদের এসব মৌসুমী পরিবহনে উঠতে বাধ্য হচ্ছে। আর গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। এ দিকে ঢাকা- খুলনা , ঢাকা- মেহেরপুর, ঢাকা চুয়াডাঙ্গা, ঢাকা সাতক্ষীরা ঢাকা- যশোর রুটের সকল পরিবহন তাদের মাগুরার আসন গুলো আগেই বুক থাকায় এ সমস্যা প্রতিবার ঈদ পুজা পার্বনে দেখা দেয়। এসব পরিবহনগুলো দীর্ঘদিন ধরে মাগুরা থেকে যাত্রীর আসন দিলেও ভাড়া আদায় করা হয় তাদের পরিবহন যেখান থেকে ছেড়ে আসে সেখানকার। জনৈক যাত্রী জানান, প্রতিবারই এ বিড়ম্বনায় পড়তে হয়।তাছাড়া বাস টার্মিনালে একবার ভোগান্তি আবার ফিরী ঘাটে যেয়ে কয় ঘন্টা অপেক্ষা করতে হবে তা কেউ বলতে পারেনা। এত সেব ভোগান্তিতে ঈদের আনন্দ নিরানন্দে পরিনত হয়। আর মনে হয়না আবার ঈদে বাড়ি আসে। কিন্তু বছরের একটি পার্বনে পরিবারের সাথে নাড়ির টানে মিলতে ইচ্ছা করে তাই শত ঝামেলা সত্বেও আসতে হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ