Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ফ্লাইওভারে বাসে পিষ্ট দুই মোটর সাইকেল আরোহী

| প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম


চট্টগ্রাম ব্যুরো : নগরীর মুরাদপুর ফ্লাইওভারে বাসের ধাক্কায় দুই মোটর সাইকেল আরোহী ভার্সিটি ও কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। ফ্লাইওভারের ষোলশহর অংশে গতকাল (শুক্রবার) দুপুরে ওই দুর্ঘটনা ঘটে। কক্সবাজার থেকে ঢাকাগামী একটি এসি বাস মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে আরোহীদের একজন ফ্লাইওভার থিকে ছিটকে নিচে পড়ে মারা যায়। অপরজন বাসের চাকায় পিষ্ট হন। দুই যুবককে পিষ্ট করে পালিয়ে যাওয়ার সময় সীতাকুÐ থেকে পুলিশ বাসটি আটক করে। গ্রেফতার করা হয় চালক ও সহকারীদের।
নিহতরা হলেন- চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি চতুর্থ বর্ষের ছাত্র আব্দুল আহাদ ও সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ বিবিএস তৃতীয় বর্ষের ছাত্র কাসিব হামিদ সাব্বির। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, ষোলশহর কৃষি ব্যাংকের সামনে মুরাদপুর থেকে লালখান বাজারের দিকে আসা দেশ ট্রাভেলসের একটি এসি বাস মোটর সাইকেলকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী দুই যুবকের একজন ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। পথচারীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এদিকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া বাসটি সীতাকুন্ড উপজেলার ফকির হাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে আটক করে চালক, সহকারী ও সুপারভাইজারকে গ্রেফতার করেছে সীতাকুÐ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- চালক জাহাঙ্গীর মাহমুদ (৫০), সহকারী মামুনুর রশিদ (৩০) ও বাস সুপারভাইজার মাহবুবুর রহমান (২৯)।
সীতাকুÐ থানার এসআই নাসির উদ্দিন জানান, মহাসড়কের ফকিরহাট এলাকা থেকে দেশ ট্রাভেলসের বাসটি আটক করা হয়েছে। বাসটি কক্সবাজার থেকে ঢাকা যাচ্ছিল। নিহততের স্বজনরা জানান, আহাদ ও সাব্বির দুইজনই বন্ধু। নগরীর গোসাইলডাঙ্গা এলাকায় তাদের বাসা। সাব্বির মোটর সাইকেল চালাচ্ছিলেন আর আহাদ পেছনে বসা ছিলেন। উল্লেখ্য, ১ সেপ্টেম্বর খুলে দেয়া এ ফ্লাইওভারে এটি প্রথম দুর্ঘটনা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ