Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

নেছারাবাদে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে পরিষদের গাছ কেটে নিয়ে আত্মসাৎ চেষ্টার অভিযোগ

| প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম


নেছারাবাদ (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : নেছারাবাদ জলাবাড়ী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আশিষ কুমার বড়ালের বিরুদ্ধে পরিষদের রোপিত প্রায় ২২ হাজার টাকা মূল্যের একটি চাম্বল গাছ কেটে নিয়ে আত্মসাৎ করার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ওই পরিষদের একাধিক ইউপি সদস্য চেয়ারম্যান আশিষের বিরুদ্ধে এ অভিযোগ তুলেছেন। গতকাল শুক্রবার সকালে পরিষদের কেটে ফেলা গাছটি চেয়ারম্যান সরিয়ে নিতে গিয়ে সদস্যদের বাধার মুখে পড়েন। ইউপি সদস্য আলতাফ হোসেন ও আবুল বাশারসহ ৬/৭ জন সদস্য এ বাধা দিয়েছেন। পরে ওই সদস্যরা ইউনিয়ন পরিষদের নিজস্ব জমির উপর থেকে কেটে ফেলা গাছটির বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারসহ পুলিশ প্রশাসনের কাছে জানান। প্রশাসন অভিযোগ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে কেটে ফেলা গাছটি আটক করে স্থানীয় চৌকিদার মানিক হালদারের জিম্মায় রেখে আসেন। ইউপি সদস্য আলতাফ হোসেন ও আবুল বাশার অভিযোগ করেন ইউপি চেয়ারম্যান আশিষ বড়াল আইন কানুনের তোয়াক্কা না করেই এবং পরিষদ সদস্যদের উপেক্ষা করে মুল্যবান চাম্বল গাছটি জনৈক মোশারফের কাছে বিক্রি করে টাকা আত্মসাত করার পাঁয়তারা করছিলেন। ওই ইউপির সাবেক চেয়ারম্যান এসএম মুইদুল ইসলাম জানান, প্রায় ৩০ বছরের পুরোনো ওই গাছগুলো সাবেক চেয়ারম্যান জরু কুমার দের সময়ে রোপণ করা এবং বর্তমানে পরিষদের অর্ধকোটি টাকার সম্পদে পরিণত হয়েছে। পরিষদের গাছ কেটে নেওয়ার বিষয় জানতে চাইলে জলাবাড়ি ইউপির চেয়ারম্যান আশিষ কুমার বড়াল বলেন, ওই জমিটি এক সময় পরিষদের দখলে থাকলেও বর্তমানে এক ব্যক্তির নামে কাগজ রয়েছে। চেয়ারম্যান আরো বলেন, এলাকার বিভিন্ন পুলের ছাউনি দেয়ার জন্য তিনি জমির দাবিদার মালিকের কাছ থেকে মাত্র পাঁচ হাজার টাকায় গাছটি কিনেছেন। ওই গাছটি কাটার ব্যাপারে তার কোনো অসৎ উদ্দেশ্য নেই বলে দাবি করেন চেয়ারম্যান আশিষ। পরিষদের সরকারি জমি অন্যের নামে রেকর্ড হলেও তিনি আপিল করে আইনের আশ্রয় নিয়েছেন কিনা জানতে চাইলে চেয়ারম্যান বিষয়টি এড়িয়ে যান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ