Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আদালতে জবানবন্দীতে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

তামান্না সুলতানা সীমা অপহরণ-

| প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম


ছাতকে অপহরণ না স্বেচ্ছায় প্রেমিকের হাত ধরে পালিয়ে গিয়ে কোর্ট ম্যারেজ ও কাবিনসহ বিয়ের যাবতীয় অনুষ্ঠানাদি সম্পন্ন করে বৈধভাবে প্রায় একমাসের অধিক সময় স্বামী-স্ত্রী হিসেবে একই সাথে বসবাস করেছে বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে তামান্না সুলতানা সীমা।
আদালতের কাছে তার জবানবন্দী ছিল- ‘আমি বিগত ০৫.০৮.২০১৭ইং তারিক রাত ৮টায় পাশের ঘরের মো. সুমন আহমদের সাথে স্বেচ্ছায় গৃহ ত্যাগ করি। অতঃপর আমরা বিয়ে করি। কেহ আমাকে অপহরণ করে নাই বলে অকপটে স্বীকার করেছে কথিত অপহরণের শিকার তামান্না সুলতানা সীমা। ১৬৪ ধারায় দেয়া জবানবন্দীর পর আদালতের মন্তব্য ছিল, উক্ত ভিকটিম কাহারো প্ররোচনা ব্যতিত উক্ত জবানবন্দী প্রদান করেছে মর্মে প্রতীয়মান হয়।’
গত ৩১ আগষ্ট এ বক্তব্য আদালতে রেকর্ডের পর ঘটনার থলের বেড়াল বেরিয়ে পড়ে। তার পিতা উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউপির বাউভূগলী-নোয়াগাঁও গ্রামের মখলিছ আলীর ছাতক থানায় দায়ের করা অপহরন মামলা নিয়ে ও জনমনে দেখা দেয় চরম সংশয় ও সন্দেহ। ছাতক থানার এসআই শফিকুর রহমান মামলার তদন্ত করছেন বলে জানা গেছে। এলাকাবাসি প্রশাসনের কাছে দ্রæত এ ঘটনার সুষ্ঠু সমাধান প্রত্যাশা করছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ