Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকায় ফুট ওভারব্রিজে সবুজের ছোঁয়া

| প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার : ইট পাথরের নগরীতে নিরেট মাটি নেই বললেই চলে। নেই ফাঁকা জায়গায়ও। তাই রাজধানীতে ফুট ওভারব্রিজগুলোকে বেছে নেয়া হয়েছে বৃক্ষ রোপনের জন্য। কাঠামো এবং ধারণক্ষমতা অনুযায়ী এসব ফুট ওভারব্রিজে দেয়া হচ্ছে সবুজের ছোঁয়া। কমলা-সবুজে সাজানো হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশেনের (ডিএসসিসি) ৩০টি ফুট ওভারব্রিজ। ইতিমধ্যে বেশ কিছু ফুট ওভারব্রিজে গাছ দেয়া হয়েছে। বাকি ফুট ওভারব্রিজগুলো গাছ দিয়ে সাজানোর কাজ শিগগিরই শেষ হবে।
বিভিন্ন সূত্র জানায়, রাজধানীর তাপমাত্রা স্বাভাবিক রাখতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ‘গ্রিন ঢাকা’ প্রকল্প হাতে নিয়েছে। এর অংশ হিসেবে কমলা-সবুজে সাজানো হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ফুট ওভারব্রিজগুলো। এতে টবে লাগানো হচ্ছে গাছ।
সংশিষ্ট কর্মকর্তারা জানান, গ্রিন ঢাকা প্রকল্পে রাজধানীর বিভিন্ন এলাকায় বাসার বারান্দায় ও ছাদে বৃক্ষরোপণে নগরবাসীকে উদ্বুদ্ধ করা হচ্ছে । এ প্রকল্পে নগরবাসীকে উৎসাহিত করতে হোল্ডিং করে ১০ শতাংশ রেয়াত ঘোষণা করা হয়েছে। বাড়ি কিংবা ভবনের ছাদ এবং বারান্দায় গাছ লাগানোর সুবিধার্থে এ বর্ষা মৌসুমে লক্ষাধিক গাছ লাগানোর পরিকল্পনা বাস্তবায়ণ করা হয়েছে।
স¤প্রতি প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা যায়, ১৯৫০ সালে ঢাকা নগরীতে জনসংখ্যা ছিল ৪ লাখ ১৭ হাজার। ২০১৬ সালে জনসংখ্যা দাঁড়িয়েছে প্রায় দুই কোটি। গত ৫০ বছরে দেশের অন্যান্য স্থানের তুলনায় ঢাকার তাপমাত্রা বেশি বৃদ্ধি পেয়েছে। সারা দেশে তাপমাত্রা বৃদ্ধির হার ছিল শূন্য দশমিক ৬০ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানী ঢাকার তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে ১ দশমিক ৮০ ডিগ্রি সেলসিয়াস।
পরিবেশ বিজ্ঞানীরা বলেছেন, গাছপালা কেটে ফেলা, জলাশয় ভরাট করা, কংক্রিটের বিভিন্ন স্থাপনা নির্মাণ ও যানবাহন তাপমাত্রা বৃদ্ধির অন্যতম কারণ। গাছপালা তাপমাত্রা কমানোসহ পরিবেশ রক্ষায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডিএসসিসির গ্রিন ঢাকা প্রকল্পে কমলা-সবুজে (ফুলের গাছ লাগানো) সাজানো হচ্ছে ফুটওভার ব্রিজ। এছাড়া ডিসিসি দক্ষিণের ২০টি প্রধান সড়কের মিডিয়ানে বিভিন্ন জাতের বৃক্ষরোপন করার পরিকল্পনা করা হয়েছে। ইতিমধ্যে কয়েকটি সড়কের মিডিয়ানে বৃক্ষরোপন করা হয়েছে।
এ ব্যাপারে বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক ডা. আবদুল মতিন বলেন, শুধু ফুট ওভারব্রিজই নয়, সবুজায়নের জন্য ব্যাপক ভিত্তিক উদ্যোগ প্রয়োজন। তবে এটিও একটি ভালো উদ্যোগ। তিনি বলেন, ফুট ওভারব্রিজের ওপর গাছ লাগানো হচ্ছে সবচেয়ে সহজ কাজ। এটি করলে ফুট ওভারব্রিজগুলো সুন্দর দেখাবে। কিন্তু এর মধ্য দিয়ে তো আর ঢাকা সবুজ হবে না। সবুজের জায়গা হচ্ছে মাঠ। কিন্তু এখন কোনো মাঠে ঘাস দেখা যায় না। মাঠগুলোকে নানাভাবে বিনষ্ট করা হচ্ছে। এগুলো সবুজায়ন করা করা উচিত। ডিএসসিসির এক কর্মকর্তা বলেন, দক্ষিণে মোট ৩০টি ফুট ওভারব্রিজের ওপর গাছ লাগানোর কাজ হাতে নেয়া হয়েছে। এর মধ্যে চারটির কাজ শেষ হয়েছে। পর্যায়ক্রমে বাকিগুলোর কাজ সম্পন্ন করা হবে। আমরা আশা করছি সবুজায়ন প্রকল্পের মাধ্যমে আগামী ছয় মাসের মধ্যে দক্ষিণ সিটি কর্পোরেশনে একটি পরিবর্তন দেখতে পাবেন নগরবাসী।
ডিএসসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে নির্মল বাতাস উপহার দিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন গ্রিন ঢাকা প্রকল্প নামে একটি প্রকল্প গ্রহণ করেছে। এর অংশ হিসেবে ডিসিসি দক্ষিণের প্রধান সড়কে মিডিয়ান ও ফুট ওভারব্রিজে বিভিন্ন জাতের গাছ লাগানো হয়েছে। এর উদ্দেশ্য বৃক্ষায়ন করে রাজধানীর তাপমাত্রা কমানো ও রাজধানীকে সুন্দর করে তোলা।
তিনি বলেন, গ্রিন ঢাকা প্রকল্পের মাধ্যমে রাজধানীর তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস কমিয়ে আনা সম্ভব। গ্রিন ঢাকা গড়ে তোলার কাজে নগরবাসীকে উৎসাহিত করতে হোল্ডিং করের ওপর ১০ শতাংশ রেয়াত ঘোষণা করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য গ্রিন ঢাকা গড়তে চাই। সে জন্য ঢাকায় সবুজায়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ