Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিউজিক্যাল ফিকশন এখন তুমি অন্য কারোর

| প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম


বিনোদন ডেস্ক: প্রকাশিত হয়েছে মিউজিক্যাল ফিকশন ‘এখন তুমি অন্য কারো’। সোহেল অটলের লেখা, সুমন কল্যানের সুর ও সঙ্গীতে গানটি গেয়েছেন দিপু। ভিডিও পরিচালনা করেছেন ফরহাদ আহমেদ। পাবনার ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে চিত্রায়িত গানে মডেল হিসেবে অভিনয় করেছেন দিপু, জনন্তী ও আসিফ। পরিচালক ফরহাদ আহমেদ বলেন, গানটি প্রথমবার শুনেই ভালো লেগে যায়। সে কারণে ভিডিওর জন্য বিশেষ পরিকল্পনা করি। মিউজিক্যাল ফিকশনের জন্য স্ক্রিপ্ট দেয় আইডিয়াবাজ নামের প্রতিষ্ঠান। তাদের স্ক্রিপ্ট অনুযায়ী চিত্রায়ন করার চেষ্টা করেছি। সবার ভালো লাগবে বলে আশা করছি। মিউজিক্যাল ফিকশন প্রকাশ হয়েছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের সহযোগী প্রতিষ্ঠান অগ্নিবীনা থেকে। প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেল জি সিরিজ মিউজিক এ দেখা যাবে এটি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ