প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
দক্ষিণ ভারতের প্রথম সারির অভিনেত্রী রাই ল²ীর বলিউডে অভিষেক হতে যাচ্ছে একটি সিকুয়েল চলচ্চিত্র দিয়ে। তেলুগু, তামিল, কান্নাড়া এবং মালয়ালম চলচ্চিত্রে রাই ইতোমধ্যে তার দক্ষতা প্রমাণ করেছেন।
রাইয়ের বলিউড অভিষেক হবে ‘জুলি টু’ ফিল্মটি দিয়ে। স¤প্রতি চলচ্চিত্রটির ট্রেইলার মুক্তি পেয়েছে। ট্রেইলারটি ব্যাপক প্রশংসা পেয়েছে এবং বলিউডে অভিনেত্রীটির সম্ভাবনা নিয়েও খুব আলোচনা চলছে।
প্রযোজক-পরিচালক দীপক শিবদাসানি জানিয়েছেন তিনি রাইয়ের মাঝে বিপুল সম্ভাবনা দেখতে পেয়েছেন এবং তার আশা তিনি ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘জুলি’ চলচ্চিত্রটির পুরো মান বজায় রাখতে পেরেছেন। আগের ফিল্মটিতে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন নেহা ধুপিয়া। তার আগমনও হয়েছিল দক্ষিণ ভারতের চলচ্চিত্র জগত থেকে, তবে সেটি ছিল তার বলিউডের দ্বিতীয় চলচ্চিত্র। দীপক শিবদাসানির পরিচালনায় চলচ্চিত্রটি মাঝারি সাফল্য পেয়েছিল।
রাই সম্পর্কে দীপক বলেন, “আমি দক্ষিণ ভারতের চলচ্চিত্র তার কাজ দেখেছি; সে খুব আত্মবিশ্বাসী অভিনেত্রী। ‘জুলি টু’র চরিত্রটি তার মত করেই সাজানো হয়েছে।
ভারতের সেন্সর বোর্ডের প্রাক্তন প্রধান পেহলাজ নিহালনি চলচ্চিত্রটির সঙ্গে সংশ্লিষ্ট আছেন।
‘জুলি টু’ ৬ অক্টোবর মুক্তি পাচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।