Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিমান আমার-এর আনুষ্ঠানিক প্রকাশনায় ভবিষ্যত পরিকল্পনার কথা বললেন তাহসান

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: সম্প্রতি গ্রামীণফোন হাউজে নতুন অ্যালবাম অভিমান আমার-এর আনুষ্ঠানিক প্রকাশনা অনুষ্ঠানে নিজের ভবিষ্যত পরিকল্পনার কথা মিডিয়ার কাছে প্রকাশ করেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসান। অনুষ্ঠানে আগত অতিথি ও সাংবাদিকদের মাঝে তাহসান নতুন তার অ্যালবামের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। ঈদ-উল-আযহাতে মুক্তি পাওয়া অ্যালবামটির মিউজিক ভিডিও প্রকাশ পায় ঈদের আগের রাতে যা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অল্প সময়ে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। অ্যালবামটিতে রয়েছে মোট সাতটি গান। অভিমান আমার অ্যালবামের ছয়টি গান লিখেছেন তাহসান নিজেই আর একটি গান সম্মিলিতভাবে লিখেছেন ফাজবির তাজ ও তাহসান। তিনটি গান ক¤েপাজ করেছেন তাহসান এবং দুটি করে আরও চারটি গান ক¤েপাজ করেছেন সাজিদ সরকার ও নাহিদ নোমান অরূপ। জনপ্রিয় আন্তর্জাতিক ব্যান্ড লিঙ্কিন পার্ক থেকে অনুপ্রাণিত তাহসান তার নতুন অ্যালবামের ‘কষ্ট’ গানটি উৎসর্গ করেছেন লিঙ্কিন পার্ক-এর লিড ভোকালিস্ট চেস্টার বেনিংটনের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে। অ্যালবামটি তাহসান খানের নিজের অনেক কাছের এবং পছন্দের একটি অ্যালবাম। অ্যালবামটিতে রয়েছে তার না বলা অনেক কথা। আর সেইসব কথা মানুষকে জানাতে অ্যালবাম মুক্তির আগে তাহসান তার ফেসবুকের অফিসিয়াল পেজ থেকে প্রকাশ করেন পাঁচটি ভিডিও বøগ, যেখানে তিনি তুলে ধরেন তার জীবনের না বলা কথা এবং অ্যালবামের পেছনের গল্পগুলো। সংবাদ সম্মেলন অনুষ্ঠানের শেষাংশে তাহসান-ভক্তদের জন্য বেশ কিছু সারপ্রাইজের কথা তুলে ধরা হয়। এছাড়া তাহসান ভক্তদের জন্য দুটি প্রতিযোগিতার ঘোষণা দেয়া হয়। প্রতিযোগিতা দুুটি হচ্ছে, কাভার কন্টেস্ট- তাহসানের গান কাভার করা শ্রেষ্ঠ প্রতিযোগী সুযোগ পাবেন তাহসানের সাথে একই মঞ্চে গান গাওয়ার। আ উইশ কাম ট্রু উইথ তাহসান- শ্রোতারা তাহসানের সাথে তাদের ইচ্ছে পূরণের সুযোগ পাবেন। এছাড়াও অনুষ্ঠানের চমক হিসাবে তাহসান খানের যুক্তরাষ্ট্র ভ্রমণ এবং অ্যালবাম প্রকাশ উপলক্ষে অক্টোবর মাসে একটি কনসার্ট করার ঘোষণা দেয়া হয়, যেখানে তাহসান গাইবেন তার সদ্য প্রকাশিত অ্যালবামের নতুন গানগুলো। তাহসান খানের নতুন অ্যালবাম অভিমান আমার বিশেষভাবে মুক্তি পেয়েছে গ্রামীণফোন পরিচালিত জিপি মিউজিক প্ল্যাটফর্মে। এছাড়া অ্যালবামের মিউজিক ভিডিওগুলো মুক্তি পেয়েছে শুধুমাত্র গ্রামীণফোনের বায়োস্কোপ প্ল্যাটফর্মে। এ প্রসঙ্গে গ্রামীণফোনের হেড অব মার্কেটিং সোলাইমান আলম বলেন, তাহসান খানের নতুন অ্যালবাম এবং মিউজিক ভিডিও শুধুমাত্র জিপি মিউজিক এবং বায়োস্কোপে প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত। সারা বিশ্বের বাংলাভাষী মানুষের জন্য আমরা বিনোদনের ইকোসিস্টেম গড়ে তোলার যে আপ্রাণ চেষ্টা করে চলেছি, শুধুমাত্র ভালো কন্টেন্টই পারে আমাদের সে চেষ্টাকে সকলের কাছে পৌঁছে দিতে। আমরা আশা করি, তাহসান খানের এই নতুন অ্যালবাম এবং মিউজিক ভিডিও আমাদের দর্শকদের ভালোবাসা পেতে সাহায্য করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ