Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাতির জন্য শাপলা তুলতে গিয়ে মৃত্যু

| প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা
চট্টগ্রামের রাউজানে নাতির জন্য শাপলা ফুল তুলতে গিয়ে পুকুরে ডুবে ছালামত আলী (৫৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। উপজেলার রাউজান ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গাজী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ছালামত আলী ওই এলাকার মৃত রহমত আলীর পুত্র। হিরামনসহ স্থানীয় লোকজন জানিয়েছেন, বৃহস্পতিবার গাজী বাড়ি জামে মসজিদের পুকুর (বাড়ির সামনের পুকুর) থেকে নাতি মাহির জন্য ফুল তুলতে গেলে বৃদ্ধের মৃত্যু হয়। জানা গেছে, ওই বৃদ্ধের পুত্র মোজাম্মেলের চার বছরের সন্তান মাহিন শাপলা ফুলের জন্য বায়না ধরে। পুকুর পাড়ে দাদার কাপড় নিয়ে অপেক্ষায় থাকা নাতি মাহির জন্য প্রথমে দুটি শাপলা ফুল তুলে আনার পর নাতিকে খুশি রাখতে আরো ফুল তুলতে গিয়ে পুকুরে মাঝখানে গেলে পানিতে তলিয়ে যায় বৃদ্ধ ছালামত আলী। পুকুরের পাড়ে উপস্থিত তিন যুবক পানিতে ঝাঁপ দিলেও সামনা-সামনি গিয়ে ফিরে আসে তারা। এরপর পুকুরের পানিতে ভেসে উঠে বৃদ্ধ ছালামত আলীর লাশ। পুকুর পাড়ে উপস্থিত লোকজনের সামনে বৃদ্ধের মৃত্যু ঘটলেও কেউ বাঁচানোর চেষ্টা না করায় এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ