Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

আরাকানে গণহত্যার প্রতিবাদে কক্সবাজারে বিএনপির মানববন্ধন

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৭, ৫:২৮ পিএম

মিয়ানমারে রোহিঙ্গাদের উপর বর্বরোচিত নির্যাতন, গণহত্যার প্রতিবাদে এবং আশ্রয় নিরাপত্তা ও খাবারের দাবিতে কক্সবাজারে মানববন্ধন করেছে জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এই মানববন্ধন শুক্রবার সকাল ১১টায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, সিনিয়র সহসভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী, সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না ।

এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি সিরাজুল হক বিএ, জেলা বিএনপির সহসভাপতি ও পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী, দপ্তর ইউসুফ বদরী, প্রচার সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম, পৌর বিএনপিসাধারণ সম্পাদক রাশেদ মো. আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুল মাবুদ, জেলা যুবদলের সভাপতি সৈয়দ আহামদ উজ্জল, সাধারণ সম্পাদক জিসান উদ্দীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এড. মো. ইউনুছ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এড. মনির উদ্দীন, মহিলাদলের সাধারণ সম্পাদক হুমায়রা বেগম।

এছাড়াও বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমকদল, স্বেচ্ছাসেবকদল, মহিলাদল, কৃষকদলের জেলা ও পৌর শাখা এবং কক্সবাজার কলেজ, আইন কলেজ, সিটি কলেজ ও সদর উপজেলা ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনের শাহাজাহান চৌধুরী বলেন, নাফ নদীতে ভাসছে রোহিঙ্গাদের লাশ, যেন মৃত মানবতা ভাসছে নদীতে। প্রতিদিন শত শত নারী, শিশু, যুবক রোহিঙ্গাদের লাশ নাফ নদীতে ভাসছে। সম্প্রতি মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনী রোহিঙ্গাদের ওপর আবারও বর্বরতা চালাচ্ছে। তাদের বর্বরতার মুখে প্রাণ বাঁচাতে হাজারো রোহিঙ্গা বাংলাদেশ সীমান্তের দিকে ছুটে আসছেন। তারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছেন। নো ম্যান্স ল্যান্ডে মানবেতর জীবন যাপন করছে দুই লাখেরও বেশী রোহিঙ্গা নারী-পুরুষ। খাদ্য ও পানির অভাবে সেখানে হাহাকার চলছে। সীমান্ত পেরিয়ে কিছু কিছু রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়লেও তারা সাহায্য পাচ্ছে না। তার প্রাণ ভয়ে নাফ নদীর তীরে রক্তমাখা শরীর নিয়ে লুটোপুটি খাচ্ছে।

লুৎফর রহমান কাজল বলেন, মিয়ানমার বাহিনীর বর্বরতায় রোহিঙ্গা হত্যা ও নির্যাতনে বিশ্ব বিবেককে স্পর্শ করেছে। মর্মস্পর্শী হৃদয়বিদারক রোহিঙ্গাদের করুণ পরিণতিতে বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয় কাঁদলেও সরকার এ বিষয়ে শুধু নির্বিকারই নয় মরার ওপর খাড়ার ঘা দেওয়ার ভূমিকায় অবতীর্ণ হয়েছে। নিজ দেশে রোহিঙ্গাদের ওপর চলছে পৈশাচিক নির্মূল অভিযান আর তারা যখন বাংলাদেশে পালিয়ে আসতে চায় তখন সরকারের বাহিনী তাদেরকে প্রতিহত করে। বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে জোরালো লবিং করে রোহিঙ্গা সমস্যা সমাধানে ভোটার বিহীন আওয়ামী সরকার ব্যর্থ হয়েছে। এমনকি তারা জোরালো ভাষায় প্রতিবাদটুকুও করছে না। মিয়ানমার বাহিনীর হেলিকপ্টার বার বার বাংলাদেশের সীমা অতিক্রম করলেও সরকার দায়সারা একটি প্রতিবাদ লিপি দিয়ে কর্তব্য শেষ করেছে। কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত নয়। আমরা অতিসত্বর রোহিঙ্গা নির্যাতন ও গণহত্যা বন্ধ ও তাদের আশ্রয় দেয়ার দাবি জানাচ্ছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ