Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৭, ৪:০৩ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের নিমতলা বাস স্ট্যান্ডে শুক্রবার দুপুরে সড়ক দুর্ঘটনায় আশিকুর রহমান (৪৮) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। যশোর কলেজের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আশিকুর রহমান কালীগঞ্জের কমলাপুর গ্রামের আব্দুস সামাদ খাঁর ছেলে। বর্তমান তিনি কালীগঞ্জ শহরের নিমতলা গান্না সড়কে বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে আশিকুর রহমান মোটরসাইকেল যোগে কালীগঞ্জ শহরে আসছিলেন। তিনি নিমতলা বাস স্ট্যান্ডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। তাকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ও পরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বেলা দুইটার দিকে মৃত্যু বরণ করেন।

কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান খবরের সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার কলেজ শিক্ষক আশিকুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। উল্লেখ্য ৭ বছর আগে এই স্থানে কলেজ শিক্ষক আশিকুর রহমানের ছোট ভাই তরিকুল ইসলাম সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করেছিলেন। আশিকুর রহমানের মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ