Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হবিগঞ্জে ট্রলারডুবিতে ৪ লাশ উদ্ধার, নিখোঁজ ৭

হবিগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৭, ১০:৫৪ এএম

হবিগঞ্জের পাথরছড়া এলাকায় খোয়াই নদীতে ট্রলারডুবির ঘটনায় চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো সাতজন। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন সদর উপজেলার মানিকারআব্দা গ্রামের অবলা রানী সরকার (৩৫), বানিয়াচং উপজেলার ভবানীপুর গ্রামের মুক্তা রানী দাস ও দক্ষিণ সাঙ্গর গ্রামের ফুল বানু।

নিখোঁজ রয়েছেন বানিয়াচং উপজেলার শাহপুর গ্রামের আঙ্গুরা খাতুন ও তাঁর ছেলে রাকিব মিয়া (৫), বড়কান্দি গ্রামের আলাই মিয়ার মেয়ে নূরজাহান বেগম (৩০), দক্ষিণ সাঙ্গর গ্রামের বাসিন্দা জানু মিয়ার সাত মাসের ছেলেশিশু রুমন মিয়া ও মেয়ে আনিতা আক্তার (৭), লাখাইর এলাকার হালিমা আক্তার (৪০)। হালিমা আক্তার তাঁর বাবার বাড়ি শাহপুর গ্রামে ঈদের দাওয়াতে যাচ্ছিলেন বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ