Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

বগুড়ায় টিএমএসএস মেডিক্যাল কলেজের বিদেশী শিক্ষার্থীদের বার্ষিক অভিভাবক সমাবেশ

| প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম


বগুড়া ব্যুরো ঃ টিএমএসএস মেডিকেল কলেজে অধ্যয়নরত বিদেশী শিক্ষার্থীদের বার্ষিক অভিভাবক সমাবেশ গত বুধবার বগুড়ার নওদাপাড়ায় হোটেল মম ইনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারতের আন্তজার্তিক রিউম্যাটোলজিষ্ট ও ডায়াবেটোলজিষ্ট এবং বোন জয়েন্ট স্পেশালিষ্ট প্রফেসর ডাঃ রাজিব কুমার গুপ্তা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারতের মিরাট কলেজের এসোসিয়েট প্রফেসর ড. মঞ্জু গুপ্তা,টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম । টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ আবদুস শুকুরের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বগুড়ার সিভিল সার্জন ডাঃ মোঃ শামসুল হক, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ বগুড়ার অধ্যক্ষ প্রফেসর ডাঃ এ কে এম আহসান হাবীব, বিএমএ বগুড়ার সভাপতি ডাঃ মোস্তফা আলম নান্নু,ইস্ট ওয়েস্ট ইউনির্ভাসিটির প্রফেসর ড. বিজয় প্রসাদ বড়–য়া,টিএমএসএস এর পরামর্শক (উন্নয়ন) ফারুক ফয়সাল প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন টিএমএসএস এর উপ-নির্বাহী পরিচালক ডাঃ মোঃ মতিউর রহমান।এ ছাড়াও বিদেশী শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ সমাবেশে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বক্তরা বলেন সার্কভূক্ত দেশ গুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ।বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে প্রতিবেশী দেশ গুলোর ভূমিকা ছিল অপরিসীম। তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন তোমরা মন দিয়ে পড়াশুনা করে নিজ নিজ দেশের মুখ উজ্জ্বল করবে। দেশের উন্নয়নে অবদান রাখবে। ডাক্তারী পেশায় মানুষের কল্যাণে কাজ করার সুযোগ রয়েছে। লেখাপড়া শেষ করে আর্তমানবতার সেবায় কাজ করবে। টিএমএসএস একটি কলেজ যার কোন প্রাচীর নেই। তোমরা সবাই বিশ্ব নাগরিক। তোমার দেশের ঐতিহ্য তুলে ধরাই হবে তোমাদের লক্ষ্য। আলোচনা সভাশেষে শিক্ষার্থীদের অংশ গ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ