Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চুরির অভিযোগে স্কুলছাত্রকে অমানুষিক নির্যাতন

| প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম


দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা : চুরির মিথ্যা অভিযোগ এনে তানিম (১৫) নামে ১০ম শ্রেণীর এক স্কুলছাত্রকে অমানষিক নির্যাতন করেছে প্রতিবেশীরা। বর্তমানে তানিম কুষ্টিয়া হাসপাতালে ভর্তি রয়েছে। নির্যাতনের শিকার তানিমের পরিবার জানিয়েছেন, মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হারদি গ্রামের সাইফুল ইসলাম স্বপনের ছেলে সামছদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র তানিমকে প্রতিবেশী রশিদুল তার স্ত্রীর সোনার এক জোড়া হাতের বালা চুরির অপবাদ দিয়ে জোরপূর্বক ধরে নিয়ে যায়। এরপর রশিদুল ও তার পিতা রহমত আলী এবং মিন্টু মিলে স্কুলছাত্র তানিমকে মাঠের মধ্যে নিয়ে অমানষিক নির্যাতন করে। নির্যাতন শেষে গুরুতর আহত অবস্থায় রশিদুল তার বাড়িতে নিয়ে ঘরের ভিতর আটকিয়ে রেখে সেখানেও নির্যাতন চালায়। পরে রাত ১টার দিকে তানিমের বাবা সাইফুল ইসলাম স্বপনকে নির্যাতনকারীরা খবর দিয়ে ৭০ হাজার টাকার মুচলেখা দিয়ে তানিমকে মুক্ত করে। পরদিন সকালে গুরুতর আহত তানিমকে আলমডাঙ্গা হাসপাতালে ভর্তি করতে গেলে নির্যাতনকারীরা হাসপাতালে ভর্তিতে বাঁধা দেয়। ছেলের অবস্থা সংকটাপন্ন হওয়ায় সাইফুল ইসলাম গোপনে পালিয়ে তার ছেলেকে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করে। বর্তমানে অমানষিক নির্যাতনে আহত ছেলেকে নিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন সাইফুল ইসলাম স্বপন।
এদিকে ছেলের নির্যাতনে বিচার চেয়ে গতকাল বৃহস্পতিবার আলমডাঙ্গা থানায় মামলা দিতে গেলে থানা পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ করেছেন সাইফুল ইসলাম স্বপন। উল্লেখ্য সাইফুল ইসলাম স্বপন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের স্থায়ী বাসিন্দা। সে কর্মের কারনে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হারদি গ্রামে অস্থায়ী হিসেবে রয়েছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ