Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচনী সকল ওয়াদা বাস্তবায়ন করব- চসিক মেয়র নাছির

| প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম


চট্টগ্রাম ব্যুরো : সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন নগরবাসীর সেবা নিশ্চিত করতে দলমত নির্বিশেষে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করে বলেছেন, নির্বাচনী সকল ওয়াদা একে একে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। তিনি গতকাল (বৃহস্পতিবার) তার আন্দরকিল্লাস্থ বাসভবন মোহাদ্দেস ভিলায় তাকে দেখতে আসা বিভিন্ন সংগঠনের নেতাদের সাথে আলাপকালে একথা বলেন। পহেলা সেপ্টেম্বর নিজ বাসভবনে পা পিছলে পড়ে আহত হন মেয়র। ওইদিন থেকে চিকিৎসকের পরামর্শে তিনি পূর্ণ বিশ্রামে রয়েছেন।
বাসভবনে থেকেই সিটি কর্পোরেশনের কার্যক্রম পরিচালনা করছেন। প্রতিদিনই মেয়রকে দেখতে যাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ছাড়াও সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। গতকাল মেয়রকে দেখতে যান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিন, কাষ্টম হাউসের কমিশনার এ এফ এম আবদুল্লাহ খান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের কমান্ডার মোজাফফর আহমদের নেতৃত্বে মুক্তিযোদ্ধাবৃন্দ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মো. জালাল উদ্দিন ইউনুস, এম এ আউয়াল চৌধুরী বুলু, শফিউল আলম চৌধুরী নাদেল, সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ।
তারা মেয়রের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং সহমর্মিতা প্রকাশ করেন এবং আল্লাহর দরবারে মেয়রের সুস্থতা কামনা করেন। মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে মেয়র বলেন, তিনি মুখে যা বলেন বাস্তবে তা-ই করেন তার প্রমান বিলবোর্ড উচ্ছেদ এবং হকারদের শৃংখলার মধ্যে নিয়ে আসা। তিনি তার সকল ওয়াদা একে একে বাস্তবায়ন করে নগরবাসীর কাক্সিক্ষত প্রত্যাশা পূরণে আশাবাদী বলেও জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ